সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
ঐতিহ্য

ঘোড়দৌড় নরসিংদীতে

নরসিংদী প্রতিনিধি

ঘোড়দৌড় নরসিংদীতে

কামাল মাস্টার স্মৃতি সংঘের আয়োজনে গত শনিবার বিকালে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমেছিল ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন একদুয়ারিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান নিটুল।

ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার  নারী-পুরুষ সববেত হয়েছিলেন। প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধুলোময় মাঠে এ ঘৌড়দৌড়ে অংশ নিতে নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট থেকে ঘোড়া নিয়ে হাজির হন প্রতিযোগীরা। তিনটি গ্রুপে ভাগ হয়ে লড়াইয়ের জন্য মাঠে নামে ১৬টি ঘোড়া। খেলায় প্রথম রাউন্ডে পাঁচটি, দ্বিতীয় রাউন্ডে সাতটি ও তৃতীয় রাউন্ডে পাঁচটি ঘোড়া মিলে ষোলটি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষে অংশগ্রহণকারী ঘোড়া চালকদের মধ্য থেকে বিজয়ীকে টেলিভিশন প্রদান করা হয়। অনুষ্ঠানে খেলার আয়োজক আবদুল কাদির মৃধা বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা ও দর্শকদের আনন্দদানের পাশাপাশি ইভটিজিং বন্ধসহ মাদকমুক্ত সমাজ বিনির্মাণ করে যুবসমাজকে সঠিক পথে আনার জন্যই ঐতিহ্যবাহী এ ঘৌড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান নিটুল বলেন, এ খেলাটা আমাদের গ্রামবাংলার একটা ঐতিহ্যবাহী খেলা। এই খেলা এখন প্রায় বিলুপ্তির পথে। খেলাটা যদি গ্রামের প্রতি এলাকায় আয়োজন করা হয় এবং এতে যুবসমাজ উদ্যোগী হয়— তাহলে মাদক থেকে সমাজ রক্ষা পাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর