বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ধর্মঘটে শিশুর মৃত্যু ও গায়ে মবিল

জড়িতদের খুঁজে বের করার নির্দেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে পরিবহন ধর্মঘটের সময় বিভিন্ন স্থানে গাড়িচালক ও যাত্রীদের মুখে পোড়া মবিল দেওয়া, অ্যাম্বুলেন্স আটকে রাখায় শিশু মৃত্যুর ঘটনাসহ শ্রমিকদের বিচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত পদক্ষেপ জানতে চেয়েছে হাই কোর্ট। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিও ফুটেজ দেখে এ ঘটনায় যেসব পরিবহন শ্রমিক জড়িত তাদের খুঁজে বের করার নির্দেশও দেওয়া হয়েছে। একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আগামী ১৫ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ বিষয়ে আদালতে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে ধর্মঘটের নামে এসব ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সৈয়দ সাইয়েদুল হক সুমন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, ধর্মঘট চলাকালে অ্যাম্বুলেন্সে বাধা, শিশুর মৃত্যু, চালকের মুখে, ছাত্রীদের পোশাকে পোড়া মবিল মাখানোর মতো অপরাধের সঙ্গে যেসব পরিবহন শ্রমিক জড়িত তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত। বিভিন্ন জাতীয় দৈনিক এবং ভিডিও ফুটেজ দেখে জড়িতদের খুঁজে বের করার জন্য পুলিশের আইজিকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সৈয়দ সাইয়েদুল হক সুমন সাংবাদিকদের বলেন, পরিবহন আইন সংশোধনের নামে শ্রমিকদের ডাকা ধর্মঘট চলাকালে সারা দেশে নৈরাজ্য চালায় পরিবহন শ্রমিকরা। সড়কে চলাচলকারী অটোরিকশা, মোটরসাইকেল ও স্কুলগামী বাস থামিয়ে চালককে মারধর, কান ধরে ওঠবসসহ ছাত্রীদের গায়ে পোড়া মবিল লাগিয়ে দেওয়া হয়। এ ছাড়া মৌলভীবাজারে হাসপাতালে নেওয়ার সময় পথে পথে অ্যাম্বুলেন্সে বাধা দেওয়ায় এক নবজাতক এবং সুনামগঞ্জে আরেক নবজাতককে হাসপাতালে নিতে না পারায় বাবার কোলেই মারা যায়।

সর্বশেষ খবর