শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মইনুল গ্রেফতার

আদালত প্রতিবেদক

রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই জিয়াউল ইসলাম এ মামলায় মইনুল হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এ মামলার তদন্ত প্রতিবেদনের জন্য ২৯ নভেম্বর দিন ধার্য আছে। মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলা করেন আদালত আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটি সদস্য সুমনা আক্তার লিলি। বাদীর জবানবন্দি গ্রহণ করে সাইবার ট্রাইব্যুনাল মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। এ মামলায় মইনুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ২৯ ধারায় অভিযোগ করা হয়। এর আগে গত ২২ অক্টোবর রংপুর আদালতে করা মানহানির এক মামলায় মইনুল হোসেনকে ২৩ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। মামলায় অভিযোগ করা হয়, বাদী সুমনা আক্তার লিলি গত ১৬ অক্টোবর নিজ বাসায় ৭১ টেলিভিশনের টকশো দেখছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে আইনজীবী মইনুলের কাছে মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, পরে মইনুল হোসেন মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন। মইনুল হোসেন এই বক্তব্য দিয়ে নারী জাতির সম্মানহানি ঘটিয়েছেন, অথচ তিনি ক্ষমা চাননি। বরং গত ২১ অক্টোবর বেলা ৩টা থেকে ২২ অক্টোবর রাত ৯টার মধ্যে পুনরায় একটি টেলিফোন অডিও রেকর্ড ডিজিটাল ডিভাইসে প্রকাশ করেন। মইনুল হোসেন নিজে অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। বাদী সুমনা আক্তার ওই অডিও রেকর্ড ইউটিউবে শুনতে পান। এ ছাড়া আসামি মইনুল হোসেন ইংরেজি দৈনিক নিউ নেশনে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাসুদা ভাট্টি সম্পর্কিত বিতর্কিত ব্যাখ্যার আড়ালে পুনরায় ফেসবুকে মাসুদা ভাট্টির ব্যক্তিগত চরিত্র জঘন্য বলে মন্তব্য করেছেন, যা ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধ।

সর্বশেষ খবর