শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

জেএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৬৫ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ ছাত্রছাত্রী অংশ নেওয়ার কথা থাকলেও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে গতকাল ৬৪ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে মোট ৩৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্র এসব তথ্য জানিয়েছে। গতকাল জেএসসিতে বাংলা ও জেডিসিতে কোরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা ছিল। মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম সূত্র জানায়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে জেএসসিতে অনুপস্থিত ছিল ৪৩ হাজার ৬৪২ জন। এসব বোর্ডে ১৭ শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম মোর্শেদ বিপুল জানান, জেডিসিতে সারা দেশে ২১ হাজার ৩৫৩ জন শিক্ষার্থী গতকাল পরীক্ষায় বসেনি। মাদ্রাসা বোর্ডের অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ ছাত্রছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল পরীক্ষার প্রথম দিনে সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নাই। প্রশ্ন ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ শামছুল হুদা, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হকসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর