শিরোনাম
শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পদ্মা সেতুর ৭১ শতাংশ কাজ শেষ

দ্রুতগতিতে এগিয়ে চলছে কাজ

লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ

দ্রুতগতিতে এগিয়ে চলছে দেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা বহুমুখী সেতুর কাজ। এ পর্যন্ত পদ্মা সেতুর মূল কাজে ৭১ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের। শুক্রবার দুপুরে তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও জানান, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ইতোমধ্যে একে একে ৩৭ নং থেকে ৪২ নং পিলার পর্যন্ত ৬টি পিলারের ওপর ৫টি স্প্যান বসে ৭৫০ মিটার দৃশ্যমান হয়েছে এবং ৩৫-৩৬-৩৭ নং পিলারে আরও ২টি স্প্যান বসানোর প্রস্তুতি সম্পন্ন হওয়ায় জাজিরা প্রান্তে মোট হাজার পঞ্চাশ মিটার অর্থাৎ এক কিলোমিটারের বেশি সেতু দৃশ্যমান হওয়ার পথে। এ ছাড়াও মাওয়া প্রান্তে ৩ ও ৪ নং পিলারের ওপর ইতিমধ্যে একটি স্প্যান বসানো হয়েছে এবং সম্পন্ন প্রস্তুত হয়েছে ২, ৩, ৪ ও ৫ নম্বর পিলার। ১ নম্বর পিলারের কাজ চলছে দ্রুতগতিতে। এটি শেষ হলেই মাওয়া প্রান্তে একযোগে বসানো হবে আরও ৩টি স্প্যান। ফলে মাওয়া প্রান্তেও ৪টি স্প্যান একযোগে বসানো হলে একসঙ্গে দৈর্ঘ্য দৃশ্যমান হবে ৬০০ মিটার। এসব তথ্য জানিয়ে সেতু প্রকল্পের প্রকৌশলী আবদুল কাদের আরও বলেন, মূল সেতুর ২৬২টি পাইলের মধ্যে ১৮২টি পাইল ড্রাইভিংয়ের কাজ শেষ হয়েছে। মূল সেতুর দুই প্রান্তের ৪২টি পিয়ারের ৩৬টির কাজ শেষের পথে। মাওয়া সাইটে মোট ১৭টি ট্রাস এসেছে যার মধ্যে ৫টি স্থায়ীভাবে ও ১টি অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। মাওয়া ও জাজিরা প্রান্তের ৩৫৬টি ভায়াডাক্টের সবগুলো পাইল বসানো হয়েছে। জাজিরা প্রান্তের ভায়াডাক্টের ৪৭টি পিয়ারের ১৮টি শেষ হয়েছে এবং ২৯টি চলমান আছে। মাওয়া প্রান্তে ভায়াডাক্টের ৪১টি পিয়ারের মধ্যে ৬টি শেষ হয়েছে এবং ৩৫টি চলমান আছে। নদী শাসনের মোট ৪৬ শতাংশ কাজ শেষ হয়েছে। মোট ১৩ কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি আছে ১০ কিলোমিটার। অন্যদিকে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে। এ ছাড়া মাওয়া প্রান্তে অনেক আগেই সম্পন্ন হয়েছে টোল প্লাজার কাজ।

সর্বশেষ খবর