শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে স্বাগত জানাল ভারত

নয়াদিল্লি ও কলকাতা প্রতিনিধি

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রথম দলটিকে নভেম্বরের মাঝামাঝি সময়ে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। রাখাইনে ফেরত যাওয়া রোহিঙ্গাদের অনুকূল জীবনযাত্রার পরিবেশ বজায় রাখতে মিয়ানমারের প্রতিও বার্তা দিয়েছে ভারত। 

গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, তারা যদি (মিয়ানমার) রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মতি জানায়, তবে আমরা বলব এটা একটা শুভ সূচনা। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ফলেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব। তিনি আরও বলেন, রাখাইন প্রদেশে গৃহহারা মানুষের নিরাপদ, স্থায়ী ও টেকসই প্রত্যাবাসন হলে সেক্ষেত্রে আত্মবিশ্বাসের পরিবেশ তৈরি হবে এবং আমরা আশা করব- এই প্রক্রিয়া আরও গতি পাবে। এই মুখপাত্র জানান, ভারত সব সময়ই বাংলাদেশ থেকে মিয়ানমারের উদ্দেশ্যে রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া গৃহহীন রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার ব্যাপারে ভারত কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব রোহিঙ্গার মিয়ানমারে ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ স্থাপনেও ভারত সহায়ক ভূমিকা রেখেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত বাংলাদেশ ও মিয়ানমার-দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক শেষে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে জানান, নভেম্বরের ১৫ তারিখ থেকে রোহিঙ্গাদের ফেরত নেওয়া শুরু করবে। প্রথম ধাপে নির্ধারিত পাঁচ হাজার ও দ্বিতীয় ধাপে দুই হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে। অন্যদিকে বাংলাদেশের তরফ থেকে নেতৃত্ব দেওয়া পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছিলেন, আমরা আশা করছি নভেম্বরের মাঝামাঝি আমরা প্রত্যাবাসন শুরু করতে পারব। এটা হবে প্রথম গ্রুপ।

সর্বশেষ খবর