শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র পরিষদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে আবারও এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা উচ্চশিক্ষিত তরুণ সমাজ আজ সর্বোচ্চ শিক্ষা শেষে পরিবার, সমাজ ও দেশের সম্পদ হওয়ার পরিবর্তে বোঝা হয়ে পড়েছি। নানা প্রতিবন্ধকতা জয় করে গ্রাজুয়েশন শেষে অর্জিত বিদ্যা কাজে আসছে না চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরে সীমাবদ্ধ থাকার কারণে। তারা বলেন, আইন যুগোপযোগী করতে সময়ের দাবিতে পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করার প্রয়োজন হয়। চাকরিতে প্রবেশের বয়সসীমা এমনই একটি আইন যা এখন পরিবর্তনের মাধ্যমে ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করা আবশ্যক হয়ে পড়েছে। মানববন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি আল আমিন রাজু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেলিমসহ বাংলাদেশ ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর