রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পুলিশি বাধায় বয়স বৃদ্ধির আন্দোলন পণ্ড আটক ৭

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পুলিশি বাধায় বয়স বৃদ্ধির আন্দোলন পণ্ড আটক ৭

চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবিতে আন্দোলনকারীদের গতকাল তুলে দেয় পুলিশ। কয়েকজনকে আটকও করা হয় —বাংলাদেশ প্রতিদিন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। গতকাল দুপুরে রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ তাদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে  আটক করে নিয়ে যায় পুলিশ। আটকদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। সরেজমিন গিয়ে দেখা যায়, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি পালনের উদ্দেশ্যে দুপুরের দিকে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে সংগঠিত হতে শুরু করেন আন্দোলনকারীরা। একই সময়ে পুলিশও লাইব্রেরির গেটের বাইরে অবস্থান নেয়। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাইব্রেরির গেট আটকিয়ে তাদের বাধা দেয়। আন্দোলনকারীরা গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা রাজু ভাস্কর্যের দিকে যেতে পুলিশের অনুমতি চান। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি পালন করতে চান। পুলিশ গেট খুলে দিলে আন্দোলনকারীদের কয়েকজন বাইরে বেরিয়ে আসেন। কিন্তু পুলিশ অতর্কিত তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। এতে আন্দোলনকারীরা পিছু হটে যায় এবং বিক্ষিপ্তভাবে স্লোগান দিতে থাকেন। পিছুু হটতে গিয়ে পড়ে গেলে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে আন্দোলনকারীদের দাবি, তাদের ১৫-২০ জনকে আটক করেছে পুলিশ। কিন্তু পুলিশ বলছে সাতজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক ইমতিয়াজ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। এর পরও কেন পুলিশ আমাদের ওপর নগ্ন হামলা করল, আমরা এর জবাব চাই। আটকদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ এ বিষয়ে পুলিশের রমনা জোনের এডিসি আজিমুল হক জানান, আগামীকাল (আজ) প্রধানমন্ত্রীর প্রোগ্রাম উপলক্ষে এই (শাহবাগ) এলাকা বিশেষ নজরদারির আওতায় আছে। এখানে কোনো কর্মসূচির অনুমতি নেই। তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কয়েকজনকে বেশি উত্তেজিত দেখা যাওয়ায় আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে ২৭ অক্টোবর চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ করলে তাদের উঠিয়ে দেয় পুলিশ। আটক করে নিয়ে যায় চার আন্দোলনকারীকে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়েও দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর