সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শিল্পকলায় কঞ্জুস

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় কঞ্জুস

অঢেল সম্পদ ও অর্থ-বিত্ত-বৈভবের মালিক হওয়া সত্ত্বেও কৃপণ ব্যক্তির স্বভাবের কোনো পরিবর্তন হয় না। সব কিছুতেই মাত্রাতিরিক্ত হিসাব এবং সম্পদ থাকার পরও সেই সম্পদ যখন নিজের ও পরিবারের কোনো কাজে লাগে না— তখন কঞ্জুসকে নিয়ে পরিবার ও সমাজে সৃষ্টি হয় নানা ধরনের হাস্যরস ও বিড়ম্বনা।

পুরান ঢাকার এক সচ্ছল লোকের মাত্রাতিরিক্ত কৃপণতার গল্প নিয়ে লোক নাট্যদল (বনানী) মঞ্চায়ন করেছে কমেডি নাটক ‘কঞ্জুস’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। ফরাসি নাট্যকার মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে ‘কঞ্জুস’ এর রূপান্তর করেছেন তারিক আনাম খান আর নির্দেশনায় ছিলেন কামরুন নূর চৌধুরী। নাটকটিতে হাস্যরসের মাধ্যমে মানুষের এবং সমাজের অসঙ্গতি, কার্পণ্য, ভণ্ডামি, লোভ, স্বার্থপরতা প্রভৃতির প্রতি সূক্ষ্ম এবং তীক্ষ আঘাত তুলে ধরা হয়েছে। পুরান ঢাকার ভাষার এই নাটকটিতে বাসিন্দাদের প্রাত্যহিক জীবনের ভাষা ও সংস্কৃতিও তুলে ধরা হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল হারুন, জাহিদুর রহমান পিপলু, আনোয়ার কায়সার, মনিকা বিশ্বাস, সামসাদ বেগম, মিষ্টি মেঘলা, হিমে হাফিজ, আবু তাহের লিটন আকাশ, ইউজিন গোমেজ প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর