সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভাঙ্গায় আড়তঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ২৩ জন আহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় মাছের আড়তঘর নির্মাণকে কেন্দ্র করে স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দোকান ও বাড়ি ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের ২৩ জন আহত হয়েছেন। জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ভাঙ্গা পৌর এলাকার পূর্ব হাসামদিয়া মহল্লায় কাজী জাফরউল্লাহ সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাঙ্গা মাইক্রো সমিতির সভাপতি জাহাঙ্গির মাতুব্বরের সঙ্গে স্বতন্ত্র নিক্সন চৌধুরীর সমর্থক পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বজলু মাতুব্বর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষ ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় দুটি মাছের আড়ত ও পাঁচটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। পরে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে উভয়পক্ষের ২৩ জন আহত হন। তাদের মধ্যে উভয়পক্ষের দুই নেতা জাহাঙ্গির মাতুব্বর (৫৫) ও বজলু মাতুব্বরও (৪০) রয়েছেন। দুজনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ভর্তি হওয়া অপর আহত ব্যক্তিরা হলেন- লোটন ব্যাপারী (৫২), লিটু মাতুব্বর (৪৫), সজীব মাতুব্বর (২৫), আছাদ মাতুব্বর (৩৫), আজিজ মাতুব্বর (৩০), রিপন মাতুব্বর (২০) ও রুমন মাতুব্বর (১৫)। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ মোতায়েন করা আছে।

সর্বশেষ খবর