মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন

নকশিকাঁথা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য

নিজস্ব প্রতিবেদক

নকশিকাঁথা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য

নকশিকাঁথা নিয়ে একটি গবেষণা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, নকশিকাঁথা দেশের শত শত বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। নিপুণ পরিচর্যায় এই শিল্পকে টিকিয়ে রাখতে হবে। গতকাল রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে নকশিকাঁথার ইতিহাস নিয়ে লোক ও কারুশিল্প বিশেষজ্ঞ মালেকা খান রচিত ‘নকশিকাঁথা : বাংলাদেশের নন্দিত শিল্পের স্মারক’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের অংশ হিসেবে নকশিকাঁথা নিয়ে বইটি প্রকাশ করেছে নারীবিষয়ক পত্রিকা পাক্ষিক অনন্যা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, চিত্রশিল্পী হাশেম খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব আক্তারী মমতাজ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক আবদুল মান্নান ইলিয়াস প্রমুখ। দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বইটির লেখক মালেকা খান। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, নকশিকাঁথা একটি জীবন্ত শিল্প। কোনো না কোনোভাবে এটি এখনো টিকে আছে। এই শিল্প সবার উৎসাহ ও প্রচেষ্টায় টিকে থাকবে। সত্যিকার নকশিকাঁথা বিকশিত হওয়ার জন্য এ ধরনের প্রকাশনার প্রয়োজন আছে। চিত্রশিল্পী হাশেম খান বলেন, গ্রন্থটি নকশিকাঁথার ওপর আকর গ্রন্থ হিসেবে থেকে যাবে। প্রকাশক-সম্পাদক তাসমিমা হোসেন এই মহতী কাজের পৃষ্ঠপোষক হিসেবে অসামান্য দায়িত্ব পালন করেছেন। সভাপতির বক্তব্যে তাসমিমা হোসেন বলেন, নারীদের সংসারের দক্ষতা তার জন্য ব্যবসা করে আয় করার পথ তৈরি করে দিয়েছে। ঘরে বসে নারীরা যে আয় করতে পারেন— সে ক্ষেত্রে মালেকা খান একজন উদ্যোক্তা হিসেবে পথিকৃতের ভূমিকা পালন করে এসেছেন।

‘নকশিকাঁথা : বাংলাদেশের নন্দিত শিল্পের স্মারক’ বইটিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে শুরু করে বিভিন্ন শিল্পী এবং একেবারে প্রান্তিক পর্যায়ের নকশিকাঁথা বোনা নারীর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে— ‘বাংলাদেশের নকশিকাঁথা : অতীত দিনের কথা’, ‘নকশিকাঁথা : পথিকৃত্জন’, ‘নারীর অবদান’, ‘কাঁথার সাংস্কৃতিক অবদান’, ‘নকশার শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্য’, ‘নকশিকাঁথা : শিল্পও শিল্পী’, ‘নকশার প্রতীক, কাঁথার মোটিফ, নকশিকাঁথার ঐতিহ্য, কথাসাহিত্যে কাঁথা, একাত্তরে কাঁথার ভূমিকাসহ মোট ৪০ বিষয়ভিত্তিক অধ্যায়। নকশিকাঁথার বৈচিত্র্যময় ছবি বইটিকে আরও সমৃদ্ধ করেছে। আর্ট পেপারে মুদ্রিত সম্পূর্ণ রঙিন ২৮০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

সর্বশেষ খবর