মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

৮ নভেম্বর শুরু হচ্ছে ঢাকা লিট ফেস্ট

আসছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

সাংস্কৃতিক প্রতিবেদক

৮ নভেম্বর বাংলা একাডেমি চত্বরে শুরু হচ্ছে তিন দিনের ‘ঢাকা আন্তর্জাতিক লিট ফেস্ট ২০১৮’। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ফেস্টে অংশ নেবেন বিশ্বের ২৫টি দেশের দুই শতাধিক সাহিত্যিক, বক্তা, পারফর্মার এবং চিন্তাবিদ।

গতকাল সকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসবের আয়োজকরা  জানান, আলোচনা, পারফরম্যান্স, চলচ্চিত্র প্রদর্শনী ও আনপ্লাগড মিউজিক কনসার্টসহ নানা আয়োজনে শতাধিক সেশন থাকছে এবারের উৎসবে। সাহিত্যের আন্তর্জাতিক এই ফেস্টে বিশ্বসাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের মেলবন্ধনে একই মঞ্চে নিজেদের অভিজ্ঞতার গল্প বলবেন বিশ্বসাহিত্যাঙ্গনের গুণীরা। উৎসবের এবারের আসরে বাংলাদেশে আসছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক মোহাম্মদ হানিফ, পুলিত্জার, অন্দাজ্জে ও বুকারের মতো সাহিত্য পুরস্কার বিজয়ী লেখকরা। পাকিস্তানি লেখক সাদাত মান্টোকে নিয়ে ভারতে নির্মিত ছবি ‘মান্টো’র প্রথম প্রিমিয়ার হবে বাংলাদেশে। শুধু প্রিমিয়ার নয় নন্দিতা দাশ তার অভিজ্ঞতা তুলে ধরবেন উৎসবে। আর ফেস্টের দ্বিতীয় দিনে ঘোষণা করা হবে ‘জেমকন সাহিত্য পুরস্কার’ এবং প্রথমবারের মতো লঞ্চ করা হবে ক্যামব্র্রিজ শর্ট স্টোরি প্রাইজ। ১০ নভেম্বর শেষ হবে তিন দিনের এই উৎসব। এ বছরের অংশগ্রহণকারীদের তালিকা এরই মধ্যে লিট ফেস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিদেশি অতিথিদের মধ্যে এবারের উৎসবে অংশ নেবেন পুলিত্জার বিজয়ী মার্কিন সাহিত্যিক ও শিক্ষাবিদ অ্যাডাম জনসন, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও কলামিস্ট মোহাম্মদ হানিফ, ব্রিটিশ উপন্যাসিক ফিলিপ হেনশের, বুকার বিজয়ী ব্রিটিশ উপন্যাসিক জেমস মিক, ভারতীয় জনপ্রিয় লেখিকা জয়শ্রী মিশরা, লন্ডন ন্যাশনাল অ্যাকাডেমি অব রাইটিংয়ের পরিচালক ও কথাসাহিত্যিক রিচার্ড বিয়ার্ড, ভারতীয় লেখিকা হিমাঞ্জলি শংকর, শিশুতোষ লেখিকা মিতালি বোস পারকিন্স, ওয়ালস্ট্রিট জার্নাল এশিয়ার প্রধান হুগো রেস্টল, মার্কিন সাংবাদিক প্যাট্রিক উইন, লেখক ও সাংবাদিক নিশিদ হাজারী। বাংলাদেশের সাহিত্যপ্রেমীদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন ভারতীয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি ফেস্টের শেষ দিনে যোগ দেবেন এই আয়োজনে।  এ ছাড়া দ্বিতীয়বারের মতো ঢাকা লিট ফেস্টে আসছেন অস্কার বিজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টন। তারকাদের তালিকায় এবার যুক্ত হচ্ছেন বলিউড কাঁপানো অভিনেত্রী মনীষা কৈরালা। নারী অধিকার, অভিনয় জীবন ও বহুল আলোচিত হ্যাশট্যাগ মি-টু আন্দোলন নিয়ে উৎসবের এবারের আসরে কথা বলবেন অ্যাক্টিভিস্ট ও অভিনেত্রী নন্দিতা দাস। দেশের ১৫০ লেখক, অনুবাদক, সাহিত্যিক ও শিক্ষাবিদ অংশ নিচ্ছেন এবারের আয়োজনে। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আফসান চৌধুরী, আসাদুজ্জামান নূর, সৈয়দ মনজুরুল ইসলাম, কামাল চৌধুরী, আসাদ চৌধুরী, ফকরুল আলম, ইমদাদুল হক মিলন, মঈনুল আহসান সাবের, আলী যাকের, সেলিনা হোসেন, শামসুজ্জামান খান, আনিসুল হক, কায়জার হক, খাদেমুল ইসলাম, অমিতাভ রেজা, মুন্নী সাহা, শাহনাজ মুন্নী, নবনীতা চৌধুরী প্রমুখ। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির আয়োজনে এই উৎসব পরিচালনা করছেন কথাসাহিত্যিক এবং বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, কবি সাদাফ সায্? সিদ্দিকী ও কবি আহসান আকবর। ঢাকা লিট ফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন, কি-স্পন্সর হিসেবে থাকছে ব্র্যাক। গোল্ড স্পন্সর  এনার্জিস, স্ট্রাটেজিক পার্টনার ব্রিটিশ কাউন্সিল এবং পুরো আয়োজনের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে যাত্রিক। দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিক, গবেষক, সাংবাদিক এ অনুষ্ঠানে অংশ নেবেন। ঢাকা লিট ফেস্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে এই ঠিকানায়  https://www.dhakalitfest.com/register/। উৎসবের শেষদিন পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। সম্ভাব্য সেশনের আনুষ্ঠানিক তালিকাও লিট ফেস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ খবর