মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আবদুল আউয়াল মিন্টুকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

ভুয়া অডিট রিপোর্ট তৈরি করে ব্যাংকসহ বিভিন্ন সরকারি দফতরে জমা দিয়ে ঋণ গ্রহণ, শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি ও বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের জবাবে তিনি বলেছেন, আমি কোনো ভুয়া অডিট তৈরি করিনি। কোনো ধরনের  কুঋণ নেইনি। সব কিছুই ষড়যন্ত্র। এর আগে ৩১ অক্টোবর তাকে হাজির হতে নোটিস দেয় দুদক। দুদক জানায়, প্রকৃত তথ্য গোপন করে একাধিক ভুয়া অডিট রিপোর্ট সৃজনপূর্বক ব্যাংকসহ বিভিন্ন সরকারি দফতরে জমা দিয়ে ঋণ গ্রহণ করেছেন তিনি। এ ছাড়া কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ, বিভিন্ন ব্যাংক কর্মকর্তার সহযোগিতায় সন্দেহজনক লেনদেন ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে।

সর্বশেষ খবর