বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বৈষম্য নিরসনে বাস্তবভিত্তিক অঙ্গীকার থাকতে হবে

—ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম

বৈষম্য নিরসনে বাস্তবভিত্তিক অঙ্গীকার থাকতে হবে

আমি তো মনে করি রাজনীতি ও অর্থনীতি দুটোই সমান গুরুত্বপূর্ণ উপাদান যে কোনো দেশের উন্নয়নের জন্য। ফলে নির্বাচনী ইশতেহারে দুটোকেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। কেননা আমাদের এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন খাদ্য উৎপাদন। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে আমাদের পণ্যমূল্য বেড়ে যায়। এমনকি প্রধান খাদ্য হিসেবে চালের দাম বেড়ে যায়। সংকটও দেখা দেয়। এর ফলে এটাকেও গুরুত্ব দিতে হবে। আরেকটা চ্যালেঞ্জ হলো দারিদ্র্য বিমোচন। গত ১০ বছরে এ সূচকে অনেক উন্নতি হয়েছে। কিন্তু এখনো তিন কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এটা আমাদের জন্য সুখকর নয়। আবার দারিদ্র্য বিমোচনের বার্ষিক হারও কমে গেছে। ফলে এটাকেও গুরুত্ব দিতে হবে। এ ছাড়া বেসরকারি খাতের বিনিয়োগ গত ১০ বছরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। অধিক কর্মসংস্থান বাড়াতে হলে বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই বলে তিনি মনে করেন। তিনি বলেন, এরপর ভৌত অবকাঠামোর উন্নয়ন করতে হবে। বিনিয়োগ বাড়াতে হলে এটা করার কোনো বিকল্প নেই। পাশাপাশি বিশ্বব্যাংকের হিসাবে আমাদের দেশে ব্যবসায়ের পরিবেশের (ডুয়িং বিজনেস) আরও অবনতি হয়েছে। এই সূচকে উন্নতি ঘটাতে হবে। সেটাও নির্বাচনী ইশতেহারে আসা প্রয়োজন বলে তিনি মনে করেন। মির্জ্জা আজিজ বলেন, সর্বশেষ আয়বৈষম্য যে হারে বেড়েছে, সেটি একশ্রেণির মানুষকে প্রচণ্ড কষ্টের মধ্যে ফেলেছে। ফলে এ বিষয়টিকে সমান গুরুত্ব দিতে হবে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।

সর্বশেষ খবর