বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সুস্থ রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়ন পরস্পরের সমার্থক

—ড. মুস্তাফিজুর রহমান

সুস্থ রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়ন পরস্পরের সমার্থক

আমি মনে করি একটি দেশের জন্য রাজনীতি ও অর্থনীতি দুটোই সমান গুরুত্বপূর্ণ। ফলে দলগুলোর নির্বাচনী ইশতেহারে এসব বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। এ ছাড়া দারিদ্র্য বিমোচন, বৈষম্য নিরসন, খাদ্য উৎপাদন, শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোর উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি— এসব বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা থাকা উচিত। এ ছাড়া শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ অন্য গুরুত্বপূর্ণ খাতগুলোয় বরাদ্দ বাড়ানোর ব্যাপারে পরিষ্কার একটা ঘোষণা থাকতে হবে। এমনকি সেই বরাদ্দের অর্থ কোথা থেকে আসবে এরও একটা পথনকশা থাকতে হবে। এ জন্য করনীতির পরিবর্তন করা হবে কি না সে ব্যাপারেও পরিষ্কার ঘোষণা এলে জনসাধারণ পূর্বপ্রস্তুতি নিতে পারবে বলে মনে করেন তিনি। ড. মোস্তাফিজুর রহমান বলেন, এ ছাড়া আর্থিক খাতের সংস্কারের ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব থাকতে হবে এবং সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সময়সীমার ঘোষণাও থাকতে হবে নির্বাচনী ইশতেহারে। এতে দেশের আর্থিক খাতের পাশাপাশি সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ খবর