বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শরীয়তপুরে বন্দুকযুদ্ধে একজন নিহত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর শহরের দার্সাত্তা গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাগর ওরফে আসলাম ওরফে কামাল নামের একজন নিহত হয়েছে। জেলার কার্তিকপুর বাজারে ডাকাতি মামলায় তাকে আটক করেছিল জেলা গোয়েন্দা পুলিশ। তার দেওয়া তথ্যানুযায়ী রাত আড়াইটার দিকে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে এ ঘটনা ঘটে। নিহত সাগরের নামে বিভিন্ন থানায় ৬টি ডাকাতি মামলা রয়েছে। অন্যদিকে কক্সবাজারের টেকনাফে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জাজিরার কাজিরহাট এলাকা থেকে সাগর ওরফে আসলাম ওরফে কামালকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার তথ্য অনুযায়ী রাত আড়াইটার দিকে শহরের দার্সাত্তা গ্রামে অস্ত্র উদ্ধারে যায় পালং থানা পুলিশ। এ সময় সেখানে ওত পেতে থাকা সংঘবদ্ধ ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতরা পিছু হটলে সাগরকে পড়ে থাকতে দেখে পুলিশ। উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শুটারগান, ৪টি ককটেল, ৬টি রামদা, একটি ছুরিসহ বিভিন্ন অস্ত্রাদি উদ্ধার করে। নিহত সাগর গোসাইরহাট উপজেলার ভোগকাঠি গ্রামের আলী আহম্মেদ হাওলাদারের ছেলে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বাজার সংলগ্ন ঢালা পথ থেকে এক মাদক ব্যবসায়ীর পরিত্যক্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়াপাড়ার মৃত মোবারক আলীর ছেলে আলী হোসেন ওরফে সোনা মিয়া (৪৮)। পুলিশ জানায়, গতকাল ভোরে উপজেলার হোয়াইক্যং বাজার সংলগ্ন ঢালায় দুই গ্রুপের গোলাগুলির খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত রায় সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, পরে পরিচয় শনাক্ত করে নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পুলিশের ধারণা, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ নৃশংস ঘটনার সূত্রপাত হতে পারে।

সর্বশেষ খবর