শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বরিশালে সবার আগে বাংলাদেশ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে সবার আগে বাংলাদেশ প্রতিদিন

বরিশালে পাঠকের আগ্রহের কেন্দ্রে রয়েছে দেশের শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংক্ষিপ্ত কলেবর, বস্তুনিষ্ঠ সংবাদ আর সবশ্রেণির পাঠকের চাহিদা পূরণ করে বরিশালে পাঠকপ্রিয়তায় শীর্ষস্থান নিয়েছে বাংলাদেশ প্রতিদিন। প্রতিদিন দুপুরের আগেই পত্রিকাটির সবকপি বিক্রি শেষ হয়ে যায়। বরিশালের সংবাদপত্র বিক্রেতারা বলছেন, বাংলাদেশ প্রতিদিনের পাঠকচাহিদা অনেক বেশি। তারা বলেন, পাঁচ টাকা দাম হওয়ায় এবং চাহিদার সব সংবাদ পাওয়ায় সবশ্রেণির মানুষ পত্রিকাটি আগ্রহ নিয়ে কিনেন। সবার চাহিদা পূরণ করে বাংলাদেশ প্রতিদিন। বরিশালের অন্যতম সংবাদপত্র এজেন্ট এম. রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী এবং বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুনর রশিদ বলেছেন, বরিশাল অঞ্চলে দেশের সর্বাধিক পাঠকপ্রিয় বাংলাদেশ প্রতিদিনের চাহিদা বেশি। এই পত্রিকাটি বরিশাল অঞ্চলে সবচেয়ে বেশি চলে। পাঠক চাহিদায় বরিশাল অঞ্চলে বাংলাদেশ প্রতিদিনের অবস্থান এক নম্বরে। বরিশালে অন্যান্য জাতীয় পত্রিকার চেয়ে বাংলাদেশ প্রতিদিন দ্বিগুণ কাটতি রয়েছে। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে প্রথম আলো এবং যুগান্তর। বাংলাদেশ প্রতিদিনের বেশি কাটতি এবং সর্বাধিক পাঠকপ্রিয়তার কারণ হিসেবে সংবাদপত্র এজেন্ট হারুনর রশিদ বলেন, এখন মানুষের হাতে সময় কম। পাঠক বেশি পাতার পত্রিকা পড়তে চায় না। মানুষ এক নজরে বাংলাদেশ প্রতিদিনে যে সংবাদ পায়, অন্যান্য পত্রিকায় সে সব সংবাদ পেতে অনেক পাতা খুঁজতে হয়। অত সময় এবং সুযোগ মানুষের নেই। বরিশালে জাতীয় সংবাদপত্র এজেন্ট আলম বুক স্টলের জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহসিন মিয়া বলেছেন, বরিশাল অঞ্চলে বাংলাদেশ প্রতিদিনের অবস্থান অন্যান্য জাতীয় দৈনিকের চেয়ে অনেক উপরে এবং দ্বিগুণ। বাংলাদেশ প্রতিদিন বরিশাল অঞ্চলে যত সংখ্যা চলে তার অর্ধেক চলে অন্যান্য জাতীয় দৈনিক পত্রিকা। বেশি চলার কারণ হিসেবে মহসিন মিয়া বলেন, পত্রিকাটির দাম কম, প্রধান সব সংবাদ এই পত্রিকায় পাওয়া যায় এবং পত্রিকার গেটআপও ভালো। এ কারণে বাংলাদেশ প্রতিদিনের পাঠক চাহিদা বেশি। পত্রিকাটি প্রতিদিন আরও অন্তত এক থেকে দেড়ঘণ্টা আগে জেলায় জেলায় পৌঁছানোর দাবি জানান মহসিন মিয়া। বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজাহারুল ইসলাম বাদল বলেন, বরিশাল অঞ্চলে বাংলাদেশ প্রতিদিন অন্যান্য জাতীয় পত্রিকার চেয়ে বেশি চলে। প্রতিদিন বেলা ১১টার মধ্যে সব বাংলাদেশ প্রতিদিন বিক্রি শেষ হয়ে যায়। বেলা ১১টার পর এজেন্ট কিংবা হকারের কাছে বাংলাদেশ প্রতিদিনের কোনো কপি থাকে না। পাঠকের উদ্ধৃতি দিয়ে বাদল বলেন, বাংলাদেশ প্রতিদিনে সবচেয়ে ভালো খবর থাকে। ৫ টাকা দাম হওয়ায় রিক্সাওয়ালা থেকে শুরু করে ফকির-মিসকিন-বিত্তবান সবাই এই পত্রিকা কেনেন। বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. মাইনুল ইসলাম মনির বলেন, প্রতিদিন  বেলা ১১টার মধ্যে বাংলাদেশ প্রতিদিনের সব কপি বিক্রি শেষ হয়ে যায়। সারা দেশের বিভিন্ন ধরনের সংবাদ বাংলাদেশ প্রতিদিনে পাওয়া যায়। সব ধরনের সংবাদ থাকায় এবং পত্রিকাটির দাম ৫ টাকা হওয়ায় রিকশাওয়ালা থেকে শুরু করে বিত্তবানসহ সব শ্রেণি পেশার মানুষ এই পত্রিকাটি কেনেন এবং পড়ে তৃপ্তি পান। এ কারণেই বাংলাদেশ প্রতিদিন বেশি চলে। যুগান্তর, সমকাল, প্রথম আলো, ইত্তেফাক এবং কালের কণ্ঠসহ অধিকাংশ অবিক্রীত পত্রিকা ফেরত নিলেও বাংলাদেশ প্রতিদিন কোনো অবিক্রীত পত্রিকা ফেরত নেয় না। কারণ, এই পত্রিকাটি অবিক্রীত থাকে না। ঢাকা থেকে প্রকাশিত সবগুলো জাতীয় দৈনিকের মধ্যে বাংলাদেশ প্রতিদিন দক্ষিণাঞ্চলে সর্বাধিক পাঠকপ্রিয় বলে জানান বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম কালু। তার মতে, এই পত্রিকাটি সকাল ১০টা থেকে ১১টার মধ্যে বিক্রি হয়ে যায়। বস্তুনিষ্ঠ এবং গ্রহণযোগ্য সংবাদের কারণে বাংলাদেশ প্রতিদিন অন্য পত্রিকার চেয়ে বেশি বিক্রি হয়। পত্রিকাটি বরিশাল অঞ্চলে এক নম্বর অবস্থানে আছে।

সর্বশেষ খবর