শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
আইসিসিবিতে ডেনিম এক্সপো

বিশ্ব উদ্যোক্তার ভিড় শেষ দিনে

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব উদ্যোক্তার ভিড় শেষ দিনে

বাংলাদেশের ডেনিম এখন আন্তর্জাতিক পণ্য। সেই ডেনিম নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজন করা হয়েছিল প্রদর্শনীর। গতকাল দুই দিনব্যাপী প্রদর্শনী শেষ হয়। এদিন ছিল বিশ্ব উদ্যোক্তার উপচে পড়া ভিড়।

এ বছর প্রদর্শনীতে ডেনিম শিল্পসংশ্লিষ্ট ১৬ হাজার উদ্যোক্তাকে আমন্ত্রণ করা হয়। ফলে বাংলাদেশের উদ্যোক্তাদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তারা আসেন। শুধু উদ্যোক্তা নন, বিশেষজ্ঞ, বিপণন কর্মকর্তা, ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে ব্যবসায়ীর মিলনমেলায় পরিণত হয়েছিল প্রদর্শনী। এবারের এক্সপোয় বাংলাদেশ থেকে অধিকসংখ্যক ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যা ডেনিমশিল্পে বাংলাদেশের সামর্থ্যের জানান দেয়। তার মধ্যে প্যাসিফিক জিন্স, অনন্ত, বিটপি, ডেকো অন্যতম। এক্সপোয় একাধিক সেমিনার ও একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়; যেখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা অংশ নেন। ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতাকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশ ডেনিম মিলস ও কারখানাগুলোয় যে অগ্রগতি সাধিত হয়েছে তা বিভিন্ন কার্যক্রম ও ঘটনার মাধ্যমে এ শোতে তুলে ধরা হয়। ডেনিম ও পোশাকশিল্পের উন্নতির মাধ্যমে বাংলাদেশকে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরাই ছিল এ এক্সপোর অন্যতম লক্ষ্য। সর্বোত্তম চর্চা ও অংশীদারিত্বের মাধ্যমে পোশাকশিল্পকে আরও স্বচ্ছ করার জন্য ক্রমবর্ধমান সহযোগিতার অংশ ছিল প্রদর্শনী। এতে বিভিন্ন মেশিনারিজ, অফিস ডেকোরিয়াম ইকুইপমেন্ট প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে মেশিনারিজ সাপ্লাইয়ার, ইমপোর্টাররা উদ্যোক্তাদের হাতে-কলমে শিখিয়ে দিয়েছেন। প্রদর্শন করা হয় স্বয়ংক্রিয় মেশিনে পোশাক প্যাকেটজাত করার অত্যাধুনিক যন্ত্র। একজন অপারেটরের মাধ্যমে একটি কারখানার সব পোশাক প্যাকেটজাত করা কীভাবে সম্ভব, তা দেখানো হয়। এতে আরও ছিল বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানের উৎপাদিত ফিনিশিং আয়রন। ছিল আন্তর্জাতিক মানের সুইং, নিটিং, এমব্রয়ডারি, লন্ড্রি, ফিনিশিং, ডাইং, ক্যাড/ক্যাম, প্রিন্টিং কাটিং, স্প্রেডিং মেশিনারিজ। ‘সিমপ্লি সিটি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে ১২ দেশের ৬৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, হংকং, চীন, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন, তুরস্ক ও ভিয়েতনাম থেকে মোট ৬৫ জন প্রদর্শক তাদের পণ্য প্রদর্শন করেন। বিশ্বের নামকরা ফ্যাশন ডিজাইনররা অংশ নেন প্রদর্শনীতে।

সর্বশেষ খবর