শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাকায় বাসায় ঢুকে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে এজিবি কলোনিতে বাসায় ঢুকে গতকাল এক স্কুলছাত্রীকে এলোপাতাড়ি কুপিয়েছে হাবিব (২৫) নামে এক যুবক। মেয়েটিকে কুপিয়ে পালানোর সময় তাকে আটক করে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হয়। এ ঘটনার পর আহত কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাথা, পেট, পিঠ, হাত, ঠোঁটসহ মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে কাটা জখম         রয়েছে। জানা গেছে, মেয়েটির বাবা গোপাল চন্দ্র মণ্ডল ও মা মিনু রানী মণ্ডল দুজনই দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা। ঘটনার সময় তারা অফিসে ছিলেন। তখন বাসায় তাদের মেয়ে একাই ছিল। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

সূত্র জানায়, গতকাল বিকালে ওই যুবক দুদক কর্মকর্তা গোপাল চন্দ্রের ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজায়। এ সময় তার হাতে ছিল ধারালো অস্ত্র। ফ্ল্যাটের ভিতর থেকে দরজা খুলে দিলে যুবকটি মেয়েটিকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতে চেষ্টা করে। যুবকটির হাতে ধারালো অস্ত্র দেখে মেয়েটি চিৎকার করে ঘরের ভিতর দৌড়ে চলে যায়। পেছন থেকে ওই যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে ফেলে পালানোর সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে যুবকটিকে আটক করে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, কী কারণে এ ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

সর্বশেষ খবর