শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকায় সাগর পাড়ি দিচ্ছে হাজার হাজার রোহিঙ্গা

ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ ও মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে আবারও অবৈধভাবে সাগর পাড়ি দেওয়া শুরু করেছে। এভাবে সাগর পাড়ি দেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় ২০১৫ সালে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল। গতকাল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বাংলাদেশ কোস্টগার্ডের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গত বুধবার বঙ্গোপসাগর দিয়ে মাছ ধরার নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফ থেকে ৩৩ রোহিঙ্গা ও ৬ বাংলাদেশিকে আটক করা হয়। রোহিঙ্গা নেতারা জানিয়েছেন, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য এরই মধ্যে মিয়ানমারের পশ্চিমের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের কয়েকটি নৌকা ছেড়ে গেছে। রাখাইনের রাজধানী সিতওয়ে থেকে সম্প্রতি রোহিঙ্গাদের নৌকায় করে সাগর পাড়ি দেওয়ার খবর দিয়েছেন ত্রাণকর্মীরা। তবে এ পর্যন্ত কতটি নৌকা মিয়ানমার উপকূল ছেড়ে গেছে সে ব্যাপারে সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। সিতওয়ের এক ত্রাণকর্মী অবশ্য জানিয়েছেন, অক্টোবরের প্রথম থেকে এ পর্যন্ত অন্তত চারটি নৌকা ছেড়ে গেছে। এর কয়েকটি এরই মধ্যে মালয়েশিয়া পৌঁছে গেছে। এসব নৌকার কয়েকটিতে নারী ও শিশু রয়েছে যারা মালয়েশিয়া থাকা স্বজনদের কাছে যাওয়ার জন্য দেশ ছেড়েছেন। প্রসঙ্গত, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়ে সাগর সাধারণত শান্ত থাকে। আর এই সময়টাতেই সংঘবদ্ধ মানব পাচারকারীরা মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে বাংলাদেশ ও মিয়ানমার থেকে রোহিঙ্গাদের সাগর পথে নৌকায় করে পাচার করে। থাইল্যান্ড ও মালয়েশিয়া অভিমুখী বিপদসংকুল এই যাত্রায় অনেক সময় ছোট নৌকায় অতিরিক্ত লোক থাকায় সেগুলো সাগরে ডুবে যায় এবং অনেকের মৃত্যু হয়। ২০১৫ সালে উপকূলে কয়েকটি গণকবরের সন্ধান পাওয়ার পর থাইল্যান্ড মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। ওই সময় অনেক পাচারকারী নৌকাবোঝাই রোহিঙ্গাদের আন্দামান সাগরে ফেলে রেখে পালিয়ে যেতে শুরু করে।

সর্বশেষ খবর