শিরোনাম
শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে ঝরল স্বামী-স্ত্রীসহ ১২ প্রাণ

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়কে প্রাণ গেছে স্বামী-স্ত্রীসহ ১২ জনের। এর মধ্যে বাগেরহাটে ৪, শরীয়তপুরে ২, টাঙ্গাইলে ৩ এবং মাগুরা, সিরাজগঞ্জ ও পঞ্চগড়ে নিহত হয়েছেন একজন করে। বৃহস্পতিবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— বাগেরহাট : মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় চার নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন। নিহতরা হলেন— রুবেল শেখ (৩০), জাহাঙ্গীর (৩০), রানা (২২) ও মন্জুর (৬৫)।  আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-মোংলা মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বোয়ালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চার নির্মাণ শ্রমিকের বাড়ি মোল্লাহাট উপজেলার চরকান্দা গ্রামে। শরীয়তপুর : ট্রাকচাপায় মিঠুন মণ্ডল (৩০) ও নন্দী রানী (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা স্বামী-স্ত্রী। শরীয়তপুর-মাদারীপুর সড়কের কাশিপুর এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতদের শরীয়তপুর সদরের চরসোনামুখী গ্রামে। নিহত মিঠন ইতালি প্রবাসী ছিলেন। ছুটিতে গত বুধবার বাংলাদেশে এসেছিলেন তিনি। টাঙ্গাইল : টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হতেয়া নামক স্থানে গতকাল সকালে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, মহাসড়কের হতেয়া এলাকায় একটি অটোরিকশাকে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক সবুজ মারা যান। গুরুতর আহত দুই যাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহত দুই যাত্রীর পরিচয় জানা যায়নি। মাগুরা : মাগুরা-নড়াইল সড়কের ছোট মান্দারতলা এলাকায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আলেয়া বেগম (৪০) নামে গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আলেয়ার স্বামী পিকুল হোসেন ও তাদের একমাত্র ছেলে আল আমিন। হতাহতদের বাড়ি মাগুরা সদর উপজেলার শক্রজিত্পুর গ্রামে। সিরাজগঞ্জ: তাড়াশ উপজেলায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। উপজেলার মহিষলুটি এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে।  পঞ্চগড় : দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা নামে গতকাল এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থীসহ তিনজন। নিহত সোহেল রানা দেবীগঞ্জের বেলুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

সর্বশেষ খবর