শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আহমেদাবাদের নাম পাল্টে রাখা হচ্ছে কর্ণাবতী

নয়াদিল্লি প্রতিনিধি

উত্তরপ্রদেশের পর এবার গুজরাটের বিজেপি সরকার আহমেদাবাদ শহরের নাম পরিবর্তন করছে। নতুন নাম হবে কর্ণাবতী। মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি সাংবাদিকদের জানিয়েছেন, লোকসভা ভোটের আগেই এই নাম পরিবর্তন হবে। একাদশ শতাব্দীতে গুজরাট সুলতান আহমেদ শাহ জনপদের নাম রাখেন আহমেদাবাদ। তার আগে চানক্য বংশের রাজা কর্ণ ওই এলাকার নাম রেখেছিলেন কর্ণাবতী। মুখ্যমন্ত্রী বলেন, গুজরাটের জনতা দীর্ঘদিন ধরেই নাম পরিবর্তনের দাবি রেখেছিলেন। উপ-মুখ্যমন্ত্রী নীতিন পটেলের ভাষায় আহমেদাবাদের নামের মধ্যে দাসত্বের প্রতীক রয়েছে। বিজেপি নির্বাচনের আগে বিভিন্ন শহরের ঐতিহাসিক প্রাচীন নাম পরিবর্তন করে এক উত্তেজনা তৈরি করছে। তাই তারা তেলেঙ্গানা শহরের রাজধানী হায়দরাবাদের নামও পরিবর্তন করে ভাগ্যনগর করার দাবি করেছেন। কিন্তু সেখানে বিজেপি সরকার নেই। আঞ্চলিক তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি মুখ্যমন্ত্রী কে সি চন্দ্রশেখর এতে সায় দেননি। এই হায়দরাবাদ শহরের সাংসদ সর্বভারতীয় মুসলিম মজলিসের আলাউদ্দিন ওয়েসি। তাদের সঙ্গে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির নির্বাচনী বোঝাপড়া রয়েছে। জাতীয় কংগ্রেস এসব নাম পরিবর্তনকে চমক বলে দাবি করছে। তারা বলছেন, আমরা লোকসভা ভোটের পর ভারতের কেন্দ্রীয় সরকারের নাম পরিবর্তন করে দেব। এনডিএ থেকে ইউপিএ।

সর্বশেষ খবর