শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে চরমপন্থি নিহত

ফরিদপুর প্রতিনিধি

রাজবাড়ীতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ আলী (৩৮) নামের এক চরমপন্থি নেতা নিহত হয়েছেন। মোহাম্মদ আলী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কুটি পাচুরিয়া এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় ডিবি পুলিশের দুই কর্মকর্তাও আহত হয়েছেন। রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ওসি কামাল হোসেন ভুইয়া জানান, সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে রাত দেড়টার দিকে ডিবি পুলিশের একটি দল কুটি পাচুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আগে থেকে ওতপেতে থাকা চরমপন্থি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি দোনালা বন্ধুক, ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রাজবাড়ী জেলা পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জানান, নিহত মোহাম্মদ আলীর বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। তিনি চরমপন্থি সংগঠন লাল পতাকার আঞ্চলিক কমান্ডার হিসেবে কাজ করতেন। নিহত মোহাম্মদ আলীর বাড়ি সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের দয়ালবন্ধু গ্রামে। তার পিতার নাম মো. ওহাব শেখ।

সর্বশেষ খবর