শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাবি শিক্ষার্থীকে পিটিয়ে মুক্তিপণ নিল ছাত্রলীগ নেতা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে আবাসিক হলের কক্ষে জিম্মি করে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেছে এক ছাত্রলীগ নেতাসহ স্থানীয় এক শিক্ষার্থী। গত বৃহস্পতিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী  হলের ১৯১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী আল ফারুক বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডীর এক মেসে থাকেন। তার বাড়ি ঠাকুরগাঁও। অন্যদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাফিউর রহমান শাফি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ফার্সি সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সঙ্গী নাইম ইসলাম ইসলামের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী ফারুক বলেন, ‘আমার বিভাগের বড় ভাই নাইম আমাকে কয়েকদিন থেকে বারবার ফোন করে তার সঙ্গে দেখা করতে বলছিলেন। কারণ জানতে চাইলে তিনি আমাকে সোহরাওয়ার্দী হলের বড় ভাইদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেন। কিন্তু আমার পরীক্ষা চলছে, তাই ওনাকে যেতে না পারার কথা বলেছি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় জোর করে উনি আমাকে এই হলে নিয়ে আসেন। আসা মাত্রই আমাকে ১৯১ নম্বর কক্ষে নিয়ে দরজা লাগিয়ে শাফিন বলেন, ‘তুই শিবির করিস’। আমি শিবির করি না, এটা তাদের বলি। তারা আমাকে মারতে থাকেন। চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে রড দিয়ে পিঠে আঘাত করেন। পরে তারা আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। এ অবস্থায় আমি বাবাকে ফোন করি। বাবা ১০ হাজার টাকা পাঠান এবং আমার বড় ভাই ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠান। এরপর তারা আমাকে ছেড়ে দেন।’ এ ব্যাপারে গতকাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ২০ হাজার টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, শাফিনকে ফাঁসানো হয়েছে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেব। তাকে শোকজ করা হয়েছে।

সর্বশেষ খবর