শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজধানীতে গুলি করে হত্যা ঝুট ব্যবসায়ীকে

ফের রাস্তার পাশে লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে মহিউদ্দিন ওরফে মোহন খান (৪২) নামে এক জুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাসান আলী (৪১) নামের আরেক বেকারি ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে প্যারিস রোডের ডি ব্লকে এ ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহনকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের  ধরে এ হতাহতের ঘটনা ঘটতে পারে। জানা গেছে, নিহত মোহনের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পানাহারে। থাকতেন মিরপুর ১০ নম্বর সেকশনের প্যারিস রোডের ডি ব্লক উদয়ন স্কুল সংলগ্ন ২১ নম্বর বাসায়। এলাকার জুট পট্টিতে তার জুটের ব্যবসা এবং কালশী রোডে বিসমিল্লাহ হার্ডওয়্যার নামের আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আহত হাসান একই সেকশনের ফকিরবাড়ি ৯ নম্বর রোডের মেঘনা বেকারি সংলগ্ন ৩ নম্বর বাসায় থাকেন। মেঘনা বেকারি থেকে পণ্য কিনে এলাকার বিভিন্ন দোকানে তিনি সরবরাহ করেন। এদিকে রাজধানীর খিলগাঁওয়ের একটি রাস্তার পাশে আবারও মিলল এক ব্যবসায়ীর লাশ। তার নাম সুমন (৪২)। ওই যুবকটির দুই হাত গামছা দিয়ে পিঠমোড়া অবস্থায় বাঁধা ছিল। তার চোখও ছিল বাঁধা। গতকাল দুপুরে বনশ্রী-ডেমরা রোডের পাশে ঝোপের আড়াল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, যুবকটির পরনে জিন্স প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট ছিল। তলপেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। তার লাশ বনশ্রী-ডেমরা রোডের নাগদার ব্রিজের কাছে উপুড় অবস্থায় পড়ে ছিল।

ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে অন্য কোথাও হত্যার পর রাস্তার ধারে ফেলে গেছে দুর্বৃত্তরা। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর