শিরোনাম
রবিবার, ১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
শেষ হলো ঢাকা লিট ফেস্ট

শীর্ষেন্দুর কথোপকথন আর মনীষার ক্যান্সার জয়ের গল্প

সাংস্কৃতিক প্রতিবেদক

শীর্ষেন্দুর কথোপকথন আর মনীষার ক্যান্সার জয়ের গল্প

ঢাকা লিট ফেস্টে গতকাল শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও মনীষা কৈরালা —বাংলাদেশ প্রতিদন

বলিউড কাঁপানো নায়িকা মনীষা কৈরালার ক্যান্সার জয়ের গল্প দিয়ে গতকাল শেষ হয়েছে রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ৩ দিনের ‘ঢাকা আন্তর্জাতিক লিট ফেস্ট ২০১৮’। এ দিনও গান, আলোচনা, কবিতা পাঠসহ নানা সেশন সাহিত্যানুরাগীদের অনুপ্রণিত করে। আধ্যাত্মিক গানের সুরে শুরু হয় সমাপনী দিনের আয়োজন। এর পর বিভিন্ন অধিবেশন নানা আলোচনায় মুখরিত থাকে। বিকালে ছিল কবিতা আবৃত্তি আর সন্ধ্যায় নজরুল মঞ্চে ছিল লালনের গানের অনবদ্য পরিবেশনা। সমাপনী দিনের উল্লেখযোগ্য সেশনটিই ছিল মনীষা কৈরালার ক্যান্সার জয়ের গল্প। তার অপ্রতিরোধ্য মানসিক শক্তি ও ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের বিবরণ লিট ফেস্টে আগতদের হৃদয় ছুঁয়ে যায়। ফলে এ দিন মনীষাতে আলোড়িত আর মুগ্ধ থাকেন সাহিত্যানুরাগীরা। মিলনায়তনভর্তি দর্শকরা বাকরুদ্ধ হয়ে শোনেন প্রিয় অভিনেত্রীর জীবনের গল্প। একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘হিল্ড’ নামের এই সেশন সঞ্চালনা করেন উৎসব পরিচালক সাদাফ সায। বিকালে ছিল জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথোপকথন। এ ছাড়া সকাল থেকে রাত অবধি কবিতা আবৃত্তি, লেখকের স্বাধীনতা, বাংলা সাহিত্যে নারী ও পুরুষ শীর্ষক নানা অধিবেশন হয়। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সর্বশেষ খবর