রবিবার, ১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইলিশের দেশেও সেরা বাংলাদেশ প্রতিদিন

চাঁদপুর প্রতিনিধি

ইলিশের দেশেও সেরা বাংলাদেশ প্রতিদিন

চাঁদপুরে ‘বাংলাদেশ প্রতিদিন’ সবচেয়ে বেশি বিক্রি হয়। কোনো সংখ্যা অবিক্রীতও থাকে না। এ বিষয়ে স্থানীয় সংবাদপত্র বিক্রেতা জসিম মেহেদী জানান, এ অঞ্চলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি বেশি বিক্রি হয়ে থাকে। কোনো সংখ্যা অবিক্রীত থাকে না। বাংলাদেশ প্রতিদিন সম্পর্কে তিনি বলেন, সবার আগে আমাদের হাতে পত্রিকা পৌঁছানো, কাগজের মান, লেখালেখির মান ও কলাম আকর্ষণীয়। কর্তৃপক্ষ প্রতি মাসেই অঘোষিত একটি ছাড় আমাদের দিয়ে থাকে। আমরা গ্রাহক চাহিদার কারণে অন্যান্য পত্রিকার সঙ্গে এই পত্রিকা বাবুরহাট, হাইমচর, পুরানবাজার, শাহাতলী ও ছোটসুন্দরসহ দুর্গম এলাকায় পৌঁছে দিই। এখানে হকার আছে প্রায় ৩০ জন। হকার জামাল পাটওয়ারী জানান, বাংলাদেশ প্রতিদিনের কলামগুলোর ধারাবাহিকতা আছে। প্রধান সংবাদগুলো নির্ভয়ে লিখে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়। সেই সঙ্গে কম মূল্যও একটি বিষয়। তিনি জানান, উঁচু ভবনগুলোতে পত্রিকা বিলি করলে  গ্রাহকরা খুশি হয়ে আমাদেরকে অতিরিক্ত ১ টাকা দিয়ে থাকেন।

সর্বশেষ খবর