রবিবার, ১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ দূত

কক্সবাজার প্রতিনিধি

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে অবস্থান করছেন। রোহিঙ্গা পরিস্থিতি ও প্রত্যাবাসন কার্যক্রম দেখতে তিন দিনের সফরে শুক্রবার দুপুরে তিনি কক্সবাজারে পৌঁছান। গতকাল দুপুর থেকে টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। এর আগে শুক্রবার রাতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে সাক্ষাৎ করেন ক্রিস্টিন এস বার্গনা। এ সময় মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি আগের চেয়ে ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। ক্রিস্টিন এস বার্গনা বলেন, ‘আমি এক সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্য পরিদর্শনে গিয়েছি। ক্রমান্বয়ে সেখানকার পরিস্থিতির উন্নতি হচ্ছে, যা খুব দ্রুত সময়ের মধ্যে প্রত্যাবাসনের জন্য সহায়ক হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম জানান, বৈঠকে দুই দেশের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান প্রত্যাবাসন কার্যক্রমের সার্বিক পরিস্থিতি দেখবেন তিনি।

তিন দিনের সফরে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার আসেন ক্রিস্টিন এস বার্গনা। এরপর তিনি বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। আজ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকা ফিরবেন ক্রিস্টিন এস বার্গনা।

সর্বশেষ খবর