সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোটারদের নিরাপদ বোধ জরুরি

—শারমিন মুরশিদ

ভোটারদের নিরাপদ বোধ জরুরি

নির্বাচন পর্যবেক্ষণ সেল ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ বলেন, ভোটকেন্দ্রে যেতে ভোটররা যেন নিরাপদ বোধ করে এমন পরিবেশ তৈরি করতে হবে। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট আয়োজন করাই এখন চ্যালেঞ্জ। ভোটের পরিবেশ বজায় রাখার দায়িত্ব কারও একার নয়। সব রাজনৈতিক দলকেই ভোটারদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এই নির্বাচন বিশ্লেষক আরও বলেন, মনোনয়ন ফরম তোলা নিয়েই সাধারণ মানুষের যে ভোগান্তি হয়েছে তা মাথায় রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে। নির্বাচনে সংশ্লিষ্ট প্রত্যেকটি দলকে প্রথমে জনগণের কথা ভাবতে হবে। জনগণের অসুবিধা তৈরি করে কোনো অনুষ্ঠান নয়। ভোট সংশ্লিষ্ট কাজগুলোকে গুছিয়ে করতে হবে। শারমিন মুরশিদ আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রতিটি ধাপে সংবেদনশীলতা বুঝে আচরণ করতে হবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে একে অন্যের প্রতি আস্থা জরুরি। শুধু নির্বাচনের আগে বা নির্বাচনকালীন নয় নির্বাচনের পরেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। কারণ দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয় দেশের ভোটাররা।

সর্বশেষ খবর