সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সবার অংশ গ্রহণে হবে উৎসবমুখর

—নাজমুল আহসান কলিমউল্লাহ

সবার অংশ গ্রহণে হবে উৎসবমুখর

ছয় মাস আগে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল সংলাপের পরেই সে পরিস্থিতি কেটে গেছে। রাজনৈতিক দলগুলো মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। এখনকার পরিবেশ দেখে মনে হচ্ছে সবার অংশগ্রহণে দেশের ভোটাররা একটি উৎসবমুখর ভোট উপহার পাবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ। তিনি আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। বিএনপিও মনোনয়ন বিক্রির ঘোষণা দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীও প্রস্তুতি নিচ্ছে। রাজনীতির এই ইতিবাচক পরিবর্তনটাই দেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের কাম্য ছিল। এখন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।

সর্বশেষ খবর