সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সহনশীলতা সুষ্ঠু নির্বাচনের পরিপূরক

—অধ্যাপক খুরশীদা বেগম

সহনশীলতা সুষ্ঠু নির্বাচনের পরিপূরক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক সাবেক তথ্য কমিশনার খুরশীদা বেগম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহনশীলতা জরুরি। শুধু রাজনৈতিক দল নয়, জনগণকেও সচেতন হতে হবে। যে জগাখিচুড়ি অবস্থা ’৯১ সালের নির্বাচনের পরে হয়েছিল সে পরিস্থিতিতে জনগণকে যেন আর না পড়তে হয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। রাজনৈতিক বিশ্লেষক এই শিক্ষক আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলের সংজ্ঞায়ন নিয়ে দ্বিধাবিভক্তি রয়েছে। রাজনীতির ধরন ১৯৭১ সাল থেকে অনেক সরে গেছে। যা আমাদের জন্য ইতিবাচক হয়নি। সন্ত্রাসী-দুর্নীতিবাজদের একটি বড় অংশ রাজনীতিতে মিশে গেছে। নির্বাচন গণতন্ত্রের একমাত্র নিয়ামক নয়। তবুও এটা অন্যতম গণতান্ত্রিক অধিকার। প্রতিটি রাজনৈতিক দলের সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিবেশ তৈরিতে কাজ করতে হবে। জনগণকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতে হবে, ক্ষমতা নয়।

সর্বশেষ খবর