সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
মাদারীপুরের ছয় এজেন্ট বললেন

একটা পত্রিকারই চাহিদা

মাদারীপুর প্রতিনিধি

একটা পত্রিকারই চাহিদা

মাদারীপুরে পত্রিকার এজেন্ট রয়েছেন ছয়জন। এ ছাড়াও সাব এজেন্ট আছেন পাঁচজন। প্রায় ৮০ জন হকার প্রতিদিন পত্রিকা বিলি ও বিক্রির কাজ করেন। ছয় এজেন্টসহ হকারদের সবাই বলেছেন, মাদারীপুরে একটা পত্রিকারই চাহিদা। সেটা হলো বাংলাদেশ প্রতিদিন। বিক্রির শীর্ষে রয়েছে পত্রিকাটি। তারা আরও জানান, বিক্রির শীর্ষে থাকার পরও চাহিদা রয়েছে বাংলাদেশ প্রতিদিনের। সদরের এজেন্ট ওমর আলী শিকদার, মো. ইসহাক, কালকিনির এজেন্ট মো. দুলাল, মো. জাকির হোসেন, টেকেরহাটের এজেন্ট মো. আরিফ হোসেন ও শিবচরের এজেন্ট মো. মিলন হোসেনের দাবি, সার্কুলেশন আরও বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন। এজেন্ট ও হকাররা জানান, এই অঞ্চলে সবচেয়ে বেশি বিক্রি হয় বাংলাদেশ প্রতিদিন। পত্রিকাটি বেলা ১২টার মধ্যেই বিক্রি হয়ে যায়। তবে কিছু প্রত্যন্ত এলাকায় পৌঁছতে সময় বেশি লাগে। তাদের মতে, বাংলাদেশ প্রতিদিন নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে, মূল্য পাঠকের নাগালে এবং সব সংবাদ সংক্ষেপে থাকে। এসব কারণে পাঠকের কাছে এটির জনপ্রিয়তা বেশি। তারা এও জানান, একমাত্র বাংলাদেশ প্রতিদিনেরই কোনো সংখ্যা অবিক্রীত থাকে না। অন্য সব পত্রিকা অবিক্রীত থাকে এবং এসব কপি নিজ নিজ পত্রিকা অফিস ফেরত নিয়ে নেয়। বাংলাদেশ প্রতিদিন ফেরত দেওয়ার ঘটনা ঘটেনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর