সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

নখ কাটেন না ২৫ বছর

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

নখ কাটেন না ২৫ বছর

বিচিত্র শখের যুবক অরুণ কুমার সরকার (৩৪)। ছেলেবেলাতেই ভালোবেসে ছিলেন হাতের নখকে। আর সে কারণেই ২৫ বছর ধরে তিনি নখ কাটেন   না। অরুণ কুমার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির লক্ষ্মীপুর গ্রামের উত্তর লক্ষ্মীপুর উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক রবীন্দ্রনাথ সরকারের ছেলে। অরুণের ভাষ্য অনুযায়ী, ১৯৯৩ সালে ৮ বছর বয়সে তিনি প্রাইমারিতে চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। তখনই কয়েক সপ্তাহ নখ না কাটায় স্কুলের শিক্ষক তাকে নখ কাটার কথা বলেন। কিন্তু অরুণ ভাবেন, এই নখ আরও বড় হলে কেমন লাগে দেখা যাক না! তারপর ভালো লেগে যায়।

আর এভাবেই তার নখ বড় হতে থাকে। যত বড় হয় তত তার ভালোবাসা জন্মে নখের প্রতি। তারপর তিনি আর নখ কাটেননি। অরুণের বাবা-মা ও আত্মীয় স্বজন প্রথম প্রথম এ নখ রাখায় বাধা দিতেন। পরে তারাও মেনে নেন। এ অবস্থায় অরুণের বামহাতে রাখা নখগুলো পর্যায়ক্রমে ২৫ বছর পার করেছে। অরুণ কুমার বলেন, যদি কোনো কারণে এই নখের কোনো অংশ একটু ভেঙে যায়, তখন খুব কষ্ট পাই। তিনি জানান, এইচএসসি পড়ার সময়ই ব্যবসাতে নেমে পড়েছিলেন। এরপর ২০০৩ সালে বিয়ে করেন। একটি কন্যা সন্তানও আছে। ফুলবাড়ীর লক্ষ্মীপুর বাজারে কন্যা সন্তানের নামে ‘কান্না ডিজিট্যাল ফটো স্টুডিও’সহ একটি ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। সেখানে ছবি তোলা ও ডিশ সাপ্লাইয়ের ব্যবসা করে তার জীবন-জীবিকা চলছে। অনেকেই অরুণের নখ একনজর দেখতে বিভিন্ন এলাকা থেকে তার দোকানে ছুটে আসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর