মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ঐতিহ্য

বেরিয়ে এলো পাল আমলের নিদর্শন

আবদুর রহমান টুলু, বগুড়া

বেরিয়ে এলো পাল আমলের নিদর্শন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রত্নতাত্ত্বিক এলাকা ভাসুবিহারে খনন কাজ করার সময় বেরিয়ে এসেছে পাল আমলের নানা নিদর্শন। খননে মিলেছে প্রায় ১২০০ বছর আগে পাল শাসনকালে বৌদ্ধ ভিক্ষুদের স্মরণে নির্মাণ করা স্তুপা বা অবকাঠামো। আরও পাওয়া গেছে পোড়া মাটির ফলক, মাটির অলংকার, পোড়া মাটির ইট, সিলমোহর, পোড়া মাটির তৈরি বিভিন্ন ভগ্নাংশ। প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন, ভাসুবিহার খননে যা কিছু পাওয়া গেছে তার সঙ্গে পাল আমলের নিদর্শনের সাদৃশ্য রয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাসুবিহারের দক্ষিণ অংশে গত অক্টোবরের ১৫ তারিখ থেকে খনন শুরু হয়েছে। দেশীয় অর্থায়নে আগামী ডিসেম্বর মাসে এ খনন কাজ শেষ হবে। বগুড়ার প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী পরিচালক মজিবর রহমান জানান, তিনি দল নেতা হয়ে সাত সদস্যের দল নিয়ে ভাসুবিহারে খনন কাজ চালাচ্ছেন। খননকালে চারটি স্তুপা পাওয়া গেছে। এই স্তুপাগুলো ধারণা মতে, পাল আমলে নির্মাণ করা।

 বুদ্ধ ভিক্ষুদের স্মৃতি রাখতে এসব নির্মাণ করা হয়েছিল বলে মনে করছেন তারা। স্তুপাগুলো ৬ মিটার বর্গাকৃতির। ধারণা করা হচ্ছে ৭ম বা ৮ম শতকের দিকে পালরা এসব নির্মাণ করে। ওই সময় নারীরা মাটির অলংকার ব্যবহার করত, তারই ভগ্নাংশ পাওয়া গেছে। তিনি জানান, খননকাজ পরিচালনা করছেন ফিল্ড ডিরেক্টর নাহিদ সুলতানা।

সর্বশেষ খবর