বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
রোহিঙ্গা নিয়ে দিল্লি মিশনের উদ্যোগ

ষাট দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক

নয়াদিল্লি প্রতিনিধি

রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে জাতিসংঘের বিশেষ বৈঠকের পূর্বে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন গতকাল দিল্লিতে অবস্থিত ষাট দেশের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করলেন। এই বৈঠকের উদ্দেশ্য রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে আন্তর্জাতিক চাপ তৈরি করা। আগামী ১৫ নভেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়নের উত্থাপিত মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যেই নিরানব্বইটি দেশ প্রস্তাবটির সহযোগী হয়েছে।

যেসব রাষ্ট্রের দূতাবাস বাংলাদেশে অবস্থিত নয়, অথচ তারা বাংলাদেশের নথিভুক্ত সেই সব আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও ইউরোপের দেশগুলোর কূটনীতিবিদদের সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি ঘণ্টব্যাপী বৈঠকে ব্যাখ্যা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক দুনিয়ার এখন মিয়ানমারের ওপর চাপ তৈরি করা উচিত যাতে ঘরছাড়া রোহিঙ্গা পরিবার নিরাপদে এবং স্থায়ীভাবে নিজ দেশে ফিরে যেতে পারেন। যদিও বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী মাত্র দুই হাজার রোহিঙ্গা ফিরিয়ে নিতে মিয়ানমার রাজি হয়েছে। ইতিমধ্যে জাতিসংঘের বৈঠকের আগে সিঙ্গাপুরে আশিয়ান দেশগুলোর শীর্ষ বৈঠক হচ্ছে। সেখানেও বিষয়টি প্রাধান্য পাবে বলে জানা গেছে। গত বছর জাতিসংঘে একই ধরনের প্রস্তাবের ভোটাভুটির সময়ে ১৩৫ দেশ পক্ষে, ১০ দেশ বিপক্ষে এবং ছাব্বিশ দেশের প্রতিনিধি নিরপেক্ষ ছিলেন। ভারত ওই প্রস্তাবের পক্ষেই ভোট দিয়েছিল। হাইকমিশনার বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আইন-নীতি পরিবর্তন করতে হবে। যাতে স্বাভাবিক প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হয়।

সর্বশেষ খবর