বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ঋণ খেলাপ মামলার সাক্ষ্য পেছাল

খালেদাকে কারাগারে পাঠানোর বৈধতা প্রশ্নে আদেশ কাল

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ঠিক করেছে হাই কোর্ট। গতকাল রিটের ওপর উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ঠিক করে। অন্যদিকে ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকার ঋণ খেলাপ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৬ বিবাদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ছয় মাস পিছিয়েছে। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে গত রবিবার আইনজীবী নওশাদ জমির হাই কোর্টে ওই রিট আবেদন করেন। রিটে খালেদা জিয়ার চিকিৎসা অব্যাহত রাখার আরজিও জানানো হয়েছে। খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। পরে কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘বিএসএমএমইউতে খালেদা জিয়ার চিকিৎসা শেষ না করে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে, যা মৌলিক অধিকারের পরিপন্থী। এ যুক্তিতে রিট আবেদনটি করা হয়েছে। আদালত বৃহস্পতিবার বিষয়টি আদেশের জন্য রেখেছে।’ গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেয় আদালত। ওইদিন আদালত থেকেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তাকে রাখা হয়েছে নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি কক্ষে। এ মামলায় দুর্নীতি দমন কমিশন হাই কোর্টে আপিল করলে খালেদা জিয়ার সাজা বেড়ে ১০ বছর কারাদণ্ড হয়। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে ১০ সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার আরজি জানিয়ে একটি রিট আবেদন করা হলে হাই কোর্ট ৪ অক্টোবর কিছু নির্দেশনা, পর্যবেক্ষণসহ তা নিষ্পত্তি করে দেয়। ওই আদেশের পর ৬ অক্টোবর খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক মাস চিকিৎসার পর ৮ নভেম্বর খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নিয়ে নাইকো দুর্নীতি মামলার শুনানিতে হাজির করা হয়।

ঋণ খেলাপ মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে : ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকার ঋণ খেলাপ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৬ বিবাদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী বছরের (২০১৯) ১৫ মে দিন ধার্য করেছে আদালত। গতকাল ঢাকার অর্থঋণ আদালত-১-এর বিচারক জাহাঙ্গীর হোসেন আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ইস্যু গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে বলে আদালতে সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করে। আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ইসলামী শরিয়াহ মোতাবেক অংশীদারিত্ব মামলায় তার মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদী করতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

সর্বশেষ খবর