বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘যুক্ত করো হে সবার সঙ্গে’

সাংস্কৃতিক প্রতিবেদক

‘যুক্ত করো হে সবার সঙ্গে’

প্রতিষ্ঠার ৪১তম বর্ষ উদযাপনে তিন দিনের নাট্য উৎসবের আয়োজন করেছে নাটকের দল লোকনাট্য গোষ্ঠী। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’ স্লোগানের এই উৎসব উদ্বোধন করেন বিশ্ব আইটিআই সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার।

এতে অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। সংস্কৃতির বিশেষ শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ উৎসবের উদ্বোধনীতে ৭ গুণীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— প্রবীর মিত্র (চলচ্চিত্র), মোবারক হোসেন খান (সংগীত), ড. ইনামুল হক (নাটক), আফরোজা বানু (নাটক), অধ্যাপক নিরঞ্জন অধিকারী (শিক্ষা), কবি নাসির আহমেদ (সাহিত্য) ও সুধীর চন্দ্র দাস (ব্যাংকিং)।

উদ্বোধনী আলোচনা শেষে মঞ্চায়ন হয় আয়োজক নাট্যদলের নাটক ‘অন্ধকারের নিচে সূর্য’। আজ উৎসবের দ্বিতীয় দিন মঞ্চায়ন হবে নাটক ‘কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ’। কাল শুক্রবার শেষ দিনে শব্দ নাট্যচর্চা কেন্দ্র মঞ্চায়ন করবে ‘চম্পাবতী’ নাটক।

সর্বশেষ খবর