বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
মনোনয়ন উৎসব দুই দলে

সংঘর্ষের পরও বিএনপির মনোনয়নপত্র বিক্রি

নিজস্ব প্রতিবেদক

মনোনয়নপত্র বিতরণের তৃতীয় দিনেও হাজার হাজার নেতা-কর্মীর ঢল নামে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তবে দুপুরের পরপরই মনোনয়ন বিক্রিতে ভাটা পড়ে। পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টন এলাকা। এ সময় প্রায় তিন ঘণ্টা মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান বন্ধ থাকে। এক পর্যায়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে নেতাদের মনোনয়নপত্র সংগ্রহের আহ্বান জানান। সংঘর্ষের পরও গতকাল সর্বমোট ৩০০ মনোনয়নপত্র  বিক্রি হয়েছে বলে জানা গেছে। অনেকেই মনোনয়নপত্র জমা দেন। সিরাজগঞ্জ-২ আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার স্ত্রী রোমানা মাহমুদ মনোনয়নপত্র সংগ্রহ করেন। নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই আসনে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবিও মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া নাটোর জেলা বিএনপির শীর্ষ নেতারা নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত মনোনয়নপত্র সংগ্রহ করেন। যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম গোলাম মোস্তফা তাজ। এ ছাড়া ঢাকা-১০ আসন থেকে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, পাবনা-১ আসন থেকে জামিল হোসেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) থেকে মো. রফিকুল ইসলাম রফিক, পটুয়াখালী-২ থেকে মুহম্মদ মুনির হোসেন, টাঙ্গাইল-৭ থেকে অ্যাডভোকেট আক্তারুজ্জামান, কিশোরগঞ্জ-১ আসনে ওয়ালীউল্লাহ রব্বানী, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) থেকে মো. নাজেমূল ইসলাম প্রধান নয়ন, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) থেকে নূরুল ইসলাম সাজু, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) থেকে শামছুদ্দিন দিদার, কুমিল্লা-১ থেকে আবুল কালাম আজাদ, যশোর-৩ (সদর) থেকে তরিকুল ইসলাম বনি, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) থেকে আতিকুজ্জামান রিপন গতকাল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ ছাড়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ অনেক নেতাই গতকাল মনোনয়নপত্র জমা দেন।

সর্বশেষ খবর