বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডেসটিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের ৩ বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক

সম্পদের হিসাব জমা না দেওয়ার মামলায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ গোলাম মাহবুব এ রায় ঘোষণা করেন। এ সময় কারাবন্দী আসামি মোহাম্মদ হোসেনকে আদালতে হাজির করা হয়। মামলাসূত্রে জানা গেছে, সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য মোহাম্মদ হোসেনকে ২০১৬ সালের ১৬ জুন নোটিস দেয় দুদক। তখন হোসেন অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। আইনজীবীর মাধ্যমে দুদকের নোটিস গ্রহণ করলেও তিনি সম্পদের হিসাব জমা দেননি। পরে ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক সালাউদ্দিন বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। ২০১৭ সালের ৬ জুন মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আদালত এ অভিযোগপত্র আমলে নিয়ে ওই বছরের ১৫ অক্টোবর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এ মামলায় পাঁচজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়।

সর্বশেষ খবর