শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

লালমনিরহাটে আরও প্রচুর চাহিদা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে আরও প্রচুর চাহিদা

পত্রিকার এজেন্ট ও হকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, লালমনিরহাটে পত্রিকা বিক্রির শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। তারপরেও আরও প্রচুর চাহিদা রয়েছে। হকার ও এজেন্টদের দাবি, পত্রিকার সার্কুলেশন আরও বাড়ানো হোক। একই সঙ্গে সময়মতো পত্রিকা লালমনিরহাটে পৌঁছানোর ব্যবস্থা করা হোক। এজেন্ট ও হকারদের কথা, পত্রিকা যেন তারা সকালেই পাঠকের হাতে তুলে দিতে পারেন। লালমনিরহাটে বাংলাদেশ প্রতিদিনের মূল এজেন্ট রয়েছেন ১ জন, আর সাব-এজেন্ট রয়েছেন ১ জন। প্রায় ৪৫ জন হকার প্রতিদিন পত্রিকার বিলি ও বিক্রির কাজ করেন। এজেন্ট ও হকার আবদুল হাকিম বলেন, বাংলাদেশ প্রতিদিন বেলা দেড়টার মধ্যে বিক্রি হয়ে যায়। এই দেরি হওয়ার কারণ, পত্রিকাই দেরি করে আসে লালমনিরহাটে। তিনি সবচেয়ে বেশি বিক্রি হওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে জানান, বাংলাদেশ প্রতিদিনের দাম কম, নিরপেক্ষ সংবাদ থাকে এবং সংক্ষেপে সব ধরনের সংবাদ পাওয়া যায়। তাছাড়া প্রখ্যাত কলাম লেখকদের কলামও থাকে প্রতিদিন। একই সঙ্গে রাজনৈতিক খবরগুলো থাকে বস্তুনিষ্ঠভাবে। তাই পাঠকরা পত্রিকাটি সবচেয়ে বেশি পছন্দ করেন। এ কারণে চাহিদাও প্রচুর। তিনি জানান, বাংলাদেশ প্রতিদিনের কোনো সংখ্যা ফেরত যায় না। সব কপিই বিক্রি হয়ে যায়।

সর্বশেষ খবর