রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এখন ঝিমিয়ে আছে শেয়ারবাজার

—শাকিল রিজভী

এখন ঝিমিয়ে আছে শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি শাকিল রিজভী বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে শেয়ারবাজার কিছুটা ঝিমিয়ে আছে। আগে এক বছর আগে থেকেই শেয়ারবাজারে নির্বাচনী প্রভাব পড়ত। এবার কিছুটা ব্যতিক্রম দেখা গেছে। অল্প কিছুদিন হয়েছে নির্বাচনের প্রভাব দেখা যাচ্ছে শেয়ারবাজারে। প্রতিদিন এখন লেনদেন সূচক খুব কম বাড়ছে বা কমছে। বড় ধরনের ধস হচ্ছে না বা অনেক বেশি বাড়ছেও না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো নেতিবাচক কিছু নেই। সরকার সব সময় আর্থিক কর্মসূচিতে সঠিক ভূমিকা রাখবে। রাজনৈতিক দলের সঙ্গে এখন বিরোধ নেই। এ ছাড়া এবারের নির্বাচনে যেহেতু সব দল অংশ নিচ্ছে এটা একটি বড় ধরনের আস্থা ফেরাবে সবার মনে। তিনি আরও বলেন, এখন সবাই দেখছে ও অপেক্ষা করছে। যারাই সরকার গঠন করুক না কেন নির্বাচনের পর শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে। কারণ, বাজার এখন যথেষ্ট শক্তিশালী।

সর্বশেষ খবর