সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

যশোরে বেড়েই চলেছে চাহিদা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বেড়েই চলেছে চাহিদা

যশোরে বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে বেশি বিক্রির পত্রিকা হলেও চাহিদা রয়েছে আরও বেশি। অনবরত এ পত্রিকার চাহিদা বেড়ে চলেছে।

যশোর শহরের প্রধান দুই পত্রিকা এজেন্টের একজন মেসার্স এজাহার আলী জানান, তিনি প্রতিদিন ৪ হাজার ৫০০ কপি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বিক্রি করেন। তার প্রতিষ্ঠানে বিক্রির দিক থেকে বাংলাদেশ প্রতিদিন বহু আগে থেকেই শীর্ষে রয়েছে। তবে দ্বিতীয় অবস্থানে থাকা পত্রিকা প্রসঙ্গে তিনি বলেন,  এই পত্রিকাটি ভোর সাড়ে ৫টায় যশোরে আসে। কিন্তু বাংলাদেশ প্রতিদিন আসে ৮টা, ৯টা, কোনো কোনো দিন সকাল ১০টায়। তারপরও বেলা ২টার মধ্যে বাংলাদেশে প্রতিদিন বিক্রি হয়ে যায়। বাংলাদেশ প্রতিদিন ভোরে যশোর পৌঁছালে এর বিক্রি বহুগুণ বেড়ে যেত। এজাহার আলী বলেন, কম দামে মাত্র ১২ পাতার মধ্যেই বাংলাদেশ প্রতিদিন-এ দেশ-বিদেশের সব খবর পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিন পড়লে আর কোনো পত্রিকা পড়ার প্রয়োজনও হয় না। সে কারণেই বাংলাদেশ প্রতিদিনের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। যশোর শহরের অন্য পত্রিকা এজেন্ট মেসার্স আনোয়ার আলম ব্রাদার্স-এর স্বত্বাধিকারী খুরশিদ আনোয়ার জানান, বিক্রি হিসেবে তার কাছে বাংলাদেশ প্রতিদিনই শীর্ষে অবস্থান করছে। প্রতিদিন বেলা ১২টার মধ্যেই বাংলাদেশ প্রতিদিন বিক্রি শেষ হয়ে যায়। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বাংলাদেশ প্রতিদিনের অন্যতম বৈশিষ্ট্য। তাছাড়া অল্প টাকায় অল্প পাতায় অল্প সময়ে দেশ বিদেশের সব খবর পাওয়া যায় এ পত্রিকায়। পত্রিকাটির এডিটোরিয়াল ও ফিচার পাতাও অনেককে আকৃষ্ট করে। এসব কারণেই পত্রিকাটি এতো পাঠক চাহিদা তৈরি করতে পেরেছে।

 

সর্বশেষ খবর