মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের লড়াইয়ে মেরুকরণ

থাকবেন দেশি বিদেশি দেড় লাখ পর্যবেক্ষক আশা ইসির

ঝর্ণা মনি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় লাখের বেশি পর্যবেক্ষক থাকবেন বলে আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকের উপস্থিতির পরিসংখ্যান তুলে ধরে ইসির কর্মকর্তারা বলছেন, দশম সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ না থাকায় পর্যবেক্ষকও কম ছিলেন। এবাবের নির্বাচনে সবার অংশগ্রহণের কারণে পর্যবেক্ষকের ব্যাপক সাড়া আশা করছে ইসি।

ইসির প্রতিবেদন অনুযায়ী, দশম জাতীয় নির্বাচনে চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চারজন, ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন। নবম সংসদ নির্বাচন সাম্প্রতিক সময়ে দেশি-বিদেশি পর্যবেক্ষকের    কাছে বেশ প্রশংসা কুড়ায়। ওই নির্বাচনে মোট ১ লাখ ৫৯ হাজার ৭০৬ জন পর্যবেক্ষক ছিলেন। ২০০১ সালে দেশি-বিদেশি ২ লাখ ১৮ হাজার ২৪৩ জন, ১৯৯৬ সালে ৪০ হাজার ২৬৫ জন এবং ১৯৯১ সালে ৩০ হাজার ৫৯ জন ভোট পর্যবেক্ষণ করেন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধিত ১১৮ স্থানীয় সংস্থাকে আগামীকালের মধ্যে পর্যবেক্ষণের বিষয়ে আবেদন করতে হবে। এ ছাড়া আজ বেলা ১১টায় নিবন্ধিত ওই সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইসি। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সংশ্লিষ্টদের এ বিষয়ে আজ ব্রিফিং করবেন। আসন্ন নির্বাচনে ব্যাপকসংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকবেন বলেও আশা করছেন ইসি কর্মকর্তারা। ইসির প্রতিবেদন অনুযায়ী, ১৯৯১ সালে ৫৯ জন, ’৯৬ সালে ২৬৫ জন, ২০০১ সালে ২২৫ জন ও ২০০৮ সালে ৫৯৩ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন। ইসি সচিব জানান, বিদেশি পর্যবেক্ষক সংস্থার ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্টদের সহায়তা করবে। দেশি-বিদেশি সাংবাদিকের সংবাদ সংগ্রহে অনুমোদিত কার্ড সরবরাহ প্রক্রিয়াও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। এ ব্যাপারে ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপকসংখ্যক পর্যবেক্ষক থাকবেন। সার্কভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানাবে ইসি।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ২০ হাজার পর্যবেক্ষক : নিবন্ধিত ২২টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও ১৯টি এনজিও সমন্বয় করে যৌথভাবে ২০ হাজার পর্যবেক্ষক মনোনীত করেছে। একইসঙ্গে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের আগ্রহী পর্যবেক্ষকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তাদের তালিকা ইসিতে পাঠানো হবে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলী। নির্বাচনের দিন ভোটারদের প্রতি সহযোগিতামূলক আচরণ, দায়িত্বরত কর্মকর্তা ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য ইসিকে কঠোর থাকার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর