মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্যারিস্টার মইনুলকে নিরাপত্তার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে আনা-নেওয়ার সময় যথাযথ নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। রিটের শুনানি শেষে গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মো. ইকবাল কবিরের বেঞ্চ এ আদেশ দেয়। রংপুরের পুলিশ কমিশনার, কারারক্ষী ও জেল সুপারকে এ নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএম-এমইউ) কর্তৃপক্ষকে বোর্ড গঠন করে  চিকিৎসার পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী  খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ৬ নভেম্বর মইনুল হোসেনের নিরাপত্তা ও চিকিৎসা বিষয়ে নির্দেশনা চেয়ে তার স্ত্রী সাজু হোসেন দুটি রিট করেন। প্রসঙ্গত, ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোয় ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন। পরে এ ঘটনায় মানহানি মামলা করেন মাসুদা ভাট্টি। একই অভিযোগে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে আরও কয়েকটি মামলা হয়। তবে রংপুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর