বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাবেক এমপি স্বপনকে গৌরনদীতে সাবধানে পা ফেলার হুঁশিয়ারি পৌর মেয়রের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এলাকা থেকে বিএনপি নেতা-কর্মীদের বিতাড়িত করতে প্রতিদিনই মিছিল-সমাবেশ করছে ক্ষমতাসীনরা। মিছিল-সমাবেশ থেকে দেওয়া হচ্ছে হুঁশিয়ারি। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমান হারিছ আওয়ামী লীগের এক সভায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি    জহির উদ্দিন স্বপনের নাম উচ্চারণ করে হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ করেছেন গৌরনদী উপজেলা বিএনপির এক নেতা। যদিও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। তাদের (বিএনপি) নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে। এর জেরে তারা নিজেরা সংঘাত করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। অন্যদিকে কোনো অভিযোগ পাননি বলে বিষয়গুলো এড়িয়ে গেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার। গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু জানান, ১০ বছর ধরে গৌরনদী-আগৈলঝাড়ায় বিএনপি নেতা-কর্মীরা সরকারি দলের মামলা-হামলায় জর্জরিত। তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সাবেক এমপি স্বপনের নাম ধরে মিছিল করে তাকে প্রতিহতের ঘোষণা দিচ্ছেন। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারিছের নেতৃত্বে গত কয়েক দিনে গৌরনদী বাসস্ট্যান্ড, টরকী, নলচিড়া, দিয়াশুরসহ বিভিন্ন এলাকায় মিছিল করে বিএনপি নেতা-কর্মীদের এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হচ্ছে। মেয়র হারিছ গৌরনদী আসার আগে স্বপনকে সাবধানে পা ফেলাসহ প্রয়োজনে অস্ত্র দিয়ে তাকে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিন্টু। এদিকে শুক্রবার পিঙ্গলাকাঠি বাজারে নলচিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন শিকদারের রড ও সিমেন্টের দোকান এবং ইউনিয়ন যুবদল সভাপতি মো. জহিরুল ইসলামের পোলট্রি ও ফিশ ফিডের দোকানসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয়েছে ওই বাজার কমিটির সভাপতি উপজেলা যুবলীগ সদস্য মো. মুকুল হাওলাদারের বিরুদ্ধে। যদিও যুবলীগ নেতা মুকুল এ অভিযোগ অমূলক বলে দাবি করেছেন। অন্যদিকে বরিশালের গৌরনদীর বন্দরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মো. শাহ্ আলম ফকিরের বাসার মূল ফটকে এবং তার দুই সহোদর ভাইয়ের দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। শাহ্ আলম ফকির অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গৌরনদী বন্দরের নিজ বাসায় তিনিসহ পরিবারের সদস্যরা বসবাস করছেন। এ ছাড়া ওই বন্দরে তার সহোদর ও ভাতিজা পৃথক ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। গতকাল দুপুরে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী তার বাসার সামনে গিয়ে গালাগাল করে এবং নির্বাচনের আগে তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেয়। এক পর্যায়ে তারা তার বাসার মূল ফটক তালাবদ্ধ করে দেয়। এতে তার পরিবারের সদস্য ও ভাড়াটিয়ারা নিজ বাসায় অবরুদ্ধ হয়ে পড়েন। পরে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গৌরনদী বন্দর সদর রোডে তার ভাই মিন্টু ফকির ও ভাজিতা টিটু ফকিরের দোকানের কর্মচারীদের বের করে দোকানে তালা ঝুলিয়ে দেয়।  গৌরনদী মডেল থানার ওসি মো. গোলাম সারওয়ার বলেন, এসব ঘটনার কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি নেতা-কর্মীদের মারধর কিংবা হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম ও উপজেলা ছাত্রলীগ সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া বলেন, গৌরনদী-আগৈলঝাড়ার আওয়ামী লীগ নেতা-কর্মীরা আবুল হাসানাত আবদুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিপরীতে বিএনপির মনোনয়ন নিয়ে তাদের মধ্যে একাধিক গ্রুপিং রয়েছে। তারা নিজেরা দ্বন্দ্ব-সংঘাত করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি জহির উদ্দিন স্বপন বলেন, ‘বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আন্দোলনের একটি প্লাটফরম হিসেবে গ্রহণ করেছে। দেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য বিএনপির নেতৃত্বে একটি জাতীয় ঐকমত্য গড়ে উঠবে। দেশে তৈরি হবে একটি জাতীয় ঐকমত্যের সরকার। এমন পরিস্থিতিতে বরিশাল-১ আসনে সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী পৌর মেয়রের নেতৃত্বে আমাকে হুমকি দিয়ে বিভিন্ন বক্তব্য ও মহড়া প্রদর্শন করছে। গায়েবি মামলায় শত শত নেতা-কর্মী এলাকাছাড়া।’ আওয়ামী লীগ নেতা হারিছুর রহমান হারিছ বলেন, তিনি সাবেক এমপি স্বপনকে অস্ত্র দিয়ে মোকাবিলার কথা বলেননি। আওয়ামী লীগের সভায় স্বপনকে উদ্দেশ করে বলেছিলেন, ২০০১ সালে প্রশাসন আর সর্বহারাদের নিয়ে তিনি (স্বপন) জনগণের ভোট কেড়ে নিয়ে এমপি নির্বাচিত হয়ে ক্যারিশমাটিক নেতা বনে গেছেন। গত ১০ বছরের উন্নয়নে স্থানীয় জনগণের আস্থা আবুল হাসানাত আবদুল্লাহর ওপর। আওয়ামী লীগ সুষ্ঠু ভোটের মাঠে জহির উদ্দিন স্বপনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর