বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

বাসের নিচে মিলল নবজাতক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে বিআরটিসির একটি বাসের নিচে পরিত্যক্ত অবস্থায় জীবিত এক কন্যা নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান শাহিন মিয়া নামে ঢাবির এক কর্মচারী। কর্তব্যরত চিকিৎসক ওই নবজাতককে ২১১ নম্বর ওয়ার্ডে      ভর্তি করেন। চিকিৎসকরা বলছেন, নবজাতকের ওজন প্রায় এক কেজি। প্রত্যক্ষদর্শী ও ঢামেক সূত্রে জানা গেছে, ঢাবির কর্মচারী শাহিন মিয়া কার্জন হলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় শিক্ষার্থীদের বহনকারী দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসের নিচ থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। তখন তিনি ঘটনাস্থলে গিয়ে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুকে পড়ে থাকতে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, শিশুটিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কে বা কারা তাকে ওই স্থানে ফেলে গেছে তা জানা যায়নি। শিশুটির পরিচয় জানতে অনুসন্ধান চলছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, শিশুটির বয়স একদিন হতে পারে। তবে তার শারীরিক অবস্থায় খুবই আশঙ্কাজনক।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর