শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত পাইলট নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এ এফ-৭ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ওই প্রশিক্ষণ বিমানের পাইলট বিমান বাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু নিহত হয়েছেন। গতকাল বেলা ২টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশিক্ষণ বিমানটি বেলা ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর মধুপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত হয়। তাত্ক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ২২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অরণ্যখোলা ইউনিয়নে বিমান বাহিনীর মহড়া চলছিল। সেই মহড়ার অংশ হিসেবে গতকাল বেলা ২টা ৫০ মিনিটে এ এফ-৭ নামক যুদ্ধবিমানটি আকাশে উড্ডয়ন অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে থাকা অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। যার অংশবিশেষ বনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই পাইলট আরিফ আহমেদের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত আরও একজনকে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে   স্থানীয় প্রশাসন। আইএসপিআর জানায়, পাইলট আরিফের বাড়ি ঈশ্বরদীতে। এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক আরিফ ১৯৯৭ সালে বিমান বাহিনীতে কমিশন লাভ করেন।

সর্বশেষ খবর