শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
মিয়ানমারের প্রতি ইউএনএইচসিআর

রোহিঙ্গাদের রাখাইন দেখে আসার সুযোগ দিন

কূটনৈতিক প্রতিবেদক

প্রত্যাবাসনের আগে রাখাইনে গিয়ে পরিস্থিতি দেখে আসার সুযোগ করে দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সহায়ক পরিবেশ তৈরির জন্য শর্ত পূরণে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে সংস্থাটির পক্ষ থেকে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া রোহিঙ্গাদের জন্য সহায়ক পরিবেশ তৈরির দায়িত্ব মিয়ানমারেরই বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

গতকাল ঢাকার ইউএনএইচসিআর অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য  জানানো হয়। ইউএনএইচসিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়, ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয়, তাদের শরণার্থী অধিকার নিশ্চিত ও মর্যাদার সঙ্গে রাখাইনে ফিরে যাওয়ার বিষয়ে বাংলাদেশের পদক্ষেপে ইউএনএইচসিআর গভীরভাবে উপলব্ধি করে। রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই তাদের স্বেচ্ছায় ও শান্তিপূর্ণ উপায়ে ফেরত পাঠানোর লক্ষ্যে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ কাজ করে চলেছে। রোহিঙ্গারা যাতে স্বাধীনভাবে স্বভূমিতে ফিরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সেজন্য রাখাইনে গিয়ে পরিস্থিতি দেখে আসার সুযোগ দেওয়ার পক্ষে সংস্থাটি। মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য কী অগ্রগতি হয়েছে তা বোঝার জন্য হাইকমিশনার এর ওপর জোর দিয়েছেন। এর মধ্য দিয়ে শরণার্থীরা স্বাধীনভাবে রাখাইনে পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতে পারবে এবং বাংলাদেশে অন্য শরণার্থীদের কাছে  সেই তথ্য প্রচার করতে পারবে। ইউএনএইচসিআর এ সফরে সহযোগিতা দিতে প্রস্তুত এবং রাখাইন স্টেটে শরণার্থীসহ সব জনগোষ্ঠীর সুন্দর ভবিষ্যতের জন্য একটি স্থায়ী সমাধান লাভে সব অংশীদারের সঙ্গে কাজ চালিয়ে যাবে। বিবৃতিতে বলা হয়, স্বেচ্ছায় ফিরে যাওয়া নিশ্চিতের প্রতি মিয়ানমারের প্রতিশ্রুতি এবং ফিরে আসাদের গ্রহণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোকে স্বাগত জানায় ইউএনএইচসিআর। তাই চলাচলের স্বাধীনতা, সেবা পাওয়ার সুযোগ, দালিলিক বিষয় ও জীবিকার সুযোগের ক্ষেত্রে কী অগ্রগতি হয়েছে তা মিয়ানমারের দেখানোটা গুরুত্বপূর্ণ। মিয়ানমারের পরিস্থিতি নিয়ে রোহিঙ্গাদের মধ্যে আস্থা তৈরিতে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইউএনএইচসিআর।

সর্বশেষ খবর