রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইসিকে শক্ত ভূমিকা রাখতে হবে

—ড. মোস্তাফিজুর রহমান

ইসিকে শক্ত ভূমিকা রাখতে হবে

বিশিষ্ট অর্থনীতিবিদ সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রার্থীদের নির্বাচনী আইন ও বিধি-বিধান মেনে চলতে হবে। সেই বিধি অনুযায়ী যে ব্যয় সীমা নির্ধারিত রয়েছে তা মানতে হবে। এর বাইরে এক টাকাও বেশি খরচ করলে সেটা হবে বিধির লঙ্ঘন। এক্ষেত্রে কেউ কেউ অপ্রদর্শিত আয়ের অর্থ নির্বাচনী কাজে ব্যবহার করতে পারেন। কেননা সেটার হিসাব দিতে হবে না। সেদিকে তীক্ষ দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন, প্রার্থীদের ব্যয়িত হিসাবের তথ্য হলফনামার তথ্যের সঙ্গে মেলাতে হবে। নগদ লেনদেনগুলো নজরদারিতে থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে যেসব লেনদেন হবে সেগুলোর ব্যাপারে ব্যাংকগুলোকে দৃষ্টি রাখতে হবে। কোনো লেনদেনকে সন্দেহজনক মনে হলে সেগুলো বারবার যাচাই করতে হবে। আর শুধু নির্বাচনকে কেন্দ্র করে বেআইনি লেনদেনগুলোকে নজরদারিতে না এনে সারা বছরই এ কাজ করতে হবে। আয়কর রিটার্ন জমা ঠিকমতো হচ্ছে কিনা— সেসব বিষয়ে দৃষ্টি রাখতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন, এনবিআর ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রার্থীদের লেনদেনের ওপর নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন এই অর্থনীতিবিদ।

সর্বশেষ খবর