রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ট্রাকচাপায় ফুটবল খেলোয়াড় সোহেলের স্ত্রী-সন্তান নিহত

পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা ট্রাক চালককে আটকের চেষ্টা

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় ট্রাকচাপায় শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবল খেলোয়াড় সোহেল রানার স্ত্রী আফরিন (২৭) ও তাদের শিশুসন্তান আফরান (৪) নিহত হয়েছে। এ সময় সোহেলও গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সোহেল রানা জানান, সকালে তিনি স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় পৌঁছলে একটি ট্রাক পিছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গেলেও তার স্ত্রী ও সন্তান সড়কের মাঝে পড়ে যায়। ঘাতক ট্রাকটি তার স্ত্রী ও সন্তানকে পিষ্ট করে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে সজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। জানা গেছে, এ ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে যানচলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক এমদাদুল হক জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে শিশু আফরান ও তার মা আফরিনের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুর বাবা সোহেল রানা সুস্থ আছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে। উল্লেখ্য যে, গতকাল একটি বাস আশুলিয়া থানার এক পুলিশ কর্মকর্তাকেও চাপা দিয়ে পালিয়ে যায়। আহত পুলিশ কর্মকর্তা মুমূর্ষু অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ খবর